✊ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ: আদর্শ ও কার্য বিবরণী
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আপামর আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প খাতে কর্মরত সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও কর্মপরিবেশের উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি অরাজনৈতিক, অপ্রতিষ্ঠানিক এবং কল্যাণমুখী সংগঠন।
আমাদের মূল আদর্শ হলো সকলের কল্যাণে কাজ করা। ব্যক্তিস্বার্থ নয় — বরং আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প খাতে কর্মরত সকল সহকর্মীর ন্যায্য দাবী আদায় এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।
🎯 আমাদের কার্য বিবরণী:
দাবী বাস্তবায়নের পূর্ব পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখা।
যেকোনো সংগঠন বা ব্যক্তির সাথে আলোচনা, পরামর্শ গ্রহণ ও সাহায্য নেওয়া, যাতে আমাদের আন্দোলন আরও সুসংগঠিত এবং কার্যকরভাবে পরিচালিত হয়।
শ্রমিকদের পেশাগত মর্যাদা, ন্যায্য বেতন কাঠামো এবং চাকরি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবী পেশ করা। বিশেষ করে ঠিকাদার প্রথা বাতিল করে স্ব স্ব প্রতিস্টানের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা।
আউটসোর্সিং খাত কে বিলুপ্ত করে কর্মরতদের অধিকার, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।
সকল সদস্যের মধ্যে ঐক্যের বন্ধন দৃঢ় করা এবং একে অপরের পাশে থাকা।
আমরা বিশ্বাস করি — ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সুসংগঠিত আন্দোলনের মাধ্যমেই আউটসোর্সিং কর্মচারীদের অধিকার আদায় সম্ভব।
★ব্যক্তিস্বার্থ নয়, সকলের স্বার্থে লড়াই — এই হোক আমাদের অঙ্গীকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন