আমি এই লেখা টা যখন লেখতে বসেছি তার কয়েক ঘন্টা আগে আমাদের এই দেশে একটি অভিজাত এলাকা বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ, এই ঘটনার পরবর্তী ভিবিন্ন টিভি চ্যানেলের নিউজ কাভারেজ , ঊর্ধ্বতন ব্যাক্তি বর্গ সমাজ সেবক ছাড়া ও সাধারন মানুষের মন্তব্য বক্তব্য প্রকাশ করা হচ্ছে,
তত্য প্রযুক্তির দিক দিয়ে উন্নত আজকের এই দুনিয়ায় সোস্যাল নেটওয়ার্কে একটিভ থাকার কারনে সব গুলো প্রতিবেদন কে মনোযোগ দিয়ে দেখছিলাম, সজন হারা দের আহাজারি আর লাশের মিছিল স্কিনে দেখে মনের মাজে কেমন যেন হয়ে উটলো,
এই খবর গুলো দেখে নিজের বিবেকের কাছে যাদের প্রশ্ন জাগার কথা তাদের মনে দাগ কাটছে কি? রাজউক/সিটিকরপোরেসন/ছাড়া ও আরো বেশ কিছু সরকারি মনিটরিং প্রতিস্টান আছে, এই সব অফিসের সাথে যে সকল কর্মকর্তা কর্মরত আছেন তারা কি আজকের এই দুরঘটনার দায় এড়াতে পারেন?
এত গুলি প্রান জরে পড়ার মধ্যে কি আপনাদের আপনজন কেউ ছিল না? হয়তো ছিল তার জন্য আপনার মন কেঁদেছে , আর আপনি শুধু দুরঘটনা মেনে নিয়ে কিছুক্ষনের জন্য কেঁদে হয়তো ভুলে যাবেন, নিজেকে জাগ্রত করবেন না,কিছু দিন পরে হয়তো এই রকম আরেক টা ঘটনা ঘটবে,
এই ঘটনার আগেও এমন কিছু ঘটেছিল, আমরা কেদেছিলাম, আবার ভুলেও গেছি, ঢাকা শহরে কন্সট্রাকসনের সাথে অনেকদিন জড়িত ছিলাম বেশ কিছু দিন, এখন ও মাজে মধ্যে কাজ থাকলে করি, আর সেই কাজের অভিজ্ঞতা আর তা করতে গিয়ে ভিবিন্ন শ্রেনি পেশার মানুষের অনিয়ম দেখেছি,
আমার অভিজ্ঞতার আলোকে সল্প জ্ঞ্যানে অল্প কিছু আলোচনা আর তার প্রতিকার নিয়ে লিখবো,জদি কারো পড়া হয় তো ভেবে চলতে অনুরুধ করছি, ঢাকা শহরের বিল্ডিং মালিকদের প্রতি আমার দেখা কোনো ভাড়াটিয়ার প্রজেটিব রিভিউ খুজে পাবেন না, দুই এক জনের কাছে মুখে মুখে শুনলে ও মন থেকে আসে না,
বিল্ডিং বানানোর সময় আবার মালিক ঠিকাদার সম্পর্ক টা ও মালিকের প্রতি ঠিকাদারদের নেগেটিভ রিভিউ ই বেশি,এই মালিক ভাড়াটিয়া বা ঠিকাদার সম্পর্ক ভালো না থাকার কারন কি হতে পারে তা কি ভেবে দেখেছেন?
এই বাজে সম্পর্কের আসল কারন হইলো ভাড়াটিয়ার থেকে বাড়িওয়ালা টাকা নিবে কিন্তু সারভিস দিবে না,আবার ঠিকাদারের থেকে সারভিস নিবে কিন্তু টাকা দিবে না, অথচ এই বিল্ডিং কে মরন ফাদ বানানোর জন্য নিয়মের তোয়াক্কা না করে চলার জন্য অনেক টাকা ব্যয় করবে ভিন্ন রাস্তায়, আমি সেই ভিন্ন রাস্তা বলতে কি বুজাতে চাইছি আশা করি আপনারা বুজতে পারছেন,
অথচ এই ভিন্ন রাস্তা কে বেছে না নিয়ে নিয়িমের মধ্যে থেকে ঠিকাদার থেকে শুরু করে ভাড়াটিয়া পরজন্ত সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে ও সমান ব্যাবসা হতে পারতো,
যেহেতু এই বাড়িওলাদের কে বুজাতে আমরা এত গুলো দিন পারি নি,আর তাদের এই অনিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে আমরা বার বার এই রকম দুরঘটনার শিকার হই আমাদের আপন জন হারাই তাই সবার আগে দরকার আমাদের কে তাদের বেড়াজাল থেকে বেরোনুর,
তা করবো কি ভাবে? আপনি যেখানে ভাড়া থাকেন সেই বাসার অনুমোদন কয় তলা?কয় ইউনিটের বাড়ি? আপনার ফ্লাটের আলাদা বিদ্যুৎ এর মিটার আছে কি না? লাইনের গ্যাস থাকলে তা আপনার ফ্ল্যাটের জন্য আলাদা কানেকশন পাশ করা আছে কি না?
এই সব গুলো প্রশ্নের উত্তর জেনে নিয়ে একটা পরিচ্ছন্ন বাড়িতে উঠেন, বাজেটে না কুলালে ভিন্ন চিন্তা করুন, জুকি নিয়ে বসবাস করা টা উচিৎ ? অবশ্য় ই নয়,...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন