সংবাদ/খবর/বিবরন ছাড়া আর কি বলা যায় মনে পড়ছে না। তবে যে তিন টা শব্দের ব্যবহার করেছি তা আশা করি সবাই বুজতে পেরেছেন, সংবাদ বলতে আমরা জা বুজি তার মানে হলো আমাদের চারপাশে যে সকল ঘটনা দুরঘটনা ঘটে থাকে তা সবার মাজে পোউছাই দেয়া কে সংবাদ বলা হয়,
এই সংবাদ বলা শুনার প্রয়োজনীয়তা কি? তা আমার কাছে একটা কোউতুহল বলা যায়, কারণ অন্যের কাহিনি শুনে তা আমার কি কাজে লাগবে? তা আমার বোধগম্য নয়, কিন্তু খবর বা সংবাদ শুনা আর জানার আগ্রহ অনেক।
যে বস্তুর উপকারিতা সম্পর্কে জানা নেই সেই বস্তুতে আগ্রহ তা সত্যিই অবাক হবার বিষয়, আচ্ছা এখন কেন যেন মনে হলো যে সংবাদ দিয়ে আমার উপকারিতা নেই তার পরে ও শুনার অতি আগ্রহ তা হলে সেই আগ্রহ আবার কোনো ক্ষতির কারণ হচ্ছে না তো?
এইবার ভাবতে শুরু করি যে সংবাদ শুনে আমার মনে কি রকম প্রতিক্রিয়া হয়।তা শুনে আমি কি চিন্তা করি? কেন সংবাদ শুনতে এত আগ্রহী আমি? তার ব্যাখা করা শুরু করি।
ভাবতে গিয়ে অবাক লাগে যে আমার এই খবর শুনার আগ্রহ আমাকে আমার জীবনের অনেক টা সময় কেড়ে নিয়েছে, অনেক ভাল মন্দ খবর শুনে কত যে ভাবতে আর বলতে ব্যয় করছি তার হিসাব করি নাই,
আর আজকে জখন হিসাব মিলাতে গেছি তখন আর এই সময় কে ফিরে পাবো না, অন্যের খবর শুনতে দেখতে আর পড়তে গিয়ে নিজের জীবনের খবর করে দিছি, আর এই নিজেকে খবর বানিয়ে ফেলা আমি সংবাদ থেকে কখনো কিছু বিনোদন পাইলে ও কষ্ট পেয়েছি তার থেকে অনেক বেশি, তবুও খবর শুনেছি শুনছি,
তবে এতদিন কেন ভাবিনি? আর এখন কেন ভাবতেছি? তার বিস্তারিত আলোচনা করবো, আগে খবর শুনার মাধ্যম ছিল রেডিও টেলিভিশন আর সংবাদপত্র, এই গুলো থেকে আমরা ভিবিন্ন বিনোদনের পাশাপাশি খবর ও শুনতে পারতাম,। তার মধ্যে সব সময় সমাজের অসংগতি ছাড়া ও জরুরি নানান বিষয় কে সংবাদের মাধ্যমে তুলে ধরা হতো,
কিন্তু এখন তত্য প্রযুক্তির এই উন্নত দুনিয়ায় সংবাদের নামে চারিদিকে চলছে বেলাল্লাপনা, যা খুব ই হতাশার। আর এই হতাশা জনক বিষয় দেখে আমি মর্মাহত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন