শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

সাহসিকতা,

সাহস আর ভয় এই দিয়ের মধ্যে আমরা সবাই পরিচিত। আমাদের সবার কাছে ই এই সাহস আর ভয়ের উপস্তিতি রয়েছে। সাহস আর ভয়ের জন্য কি কোনু ট্রেনিং আছে? কখন কি ভাবে সাহসের  আর কখন কি ভাবে ভয়ের ব্যাবহার তার কি কোনু ধারনা আমাদের আছ্র? এই বিষয়ে যত কথা আলোচনা আর গবেষণা আছে তা নিয়ে আজকের এই আলোচনা।

সাহস সব সময় গর্জন করে না । মাজে মাজে দিনের শেষে শান্ত কন্টস্বর বলে আমি আগামিকাল আবার চেস্টা করবো। কথা টা  বলেছেন, মেরি অ্যানর জাডমাচার।

বিশ্বে সাহসের সব চেয়ে বড় পরিক্ষা হলো হৃদয় না হারিয়ে পরাজয় সজ্য করা। রবাটগ্রিন ইনগার সোলের বানি। আর ও আছে সাফল্য চুড়ান্ত নয় ব্যারথতা মারাত্বক নয়  জীবন চালিয়ে যাওয়া টা গুরুত্বপূর্ণ। (উইনস্টন চারচিল) সাহস নিয়ে এই রকম হাজার ও উক্তি আছে ভিবিন্ন গুনিজনের কথায় আর নানা রকম বইয়ের পাতায়। কিন্তু বাস্তবতায় সাহসের প্রয়োগ কি এই সব উক্তির আদলে ব্যাবহার করা সম্ভব?

ভয়ের ব্যাপারে ও এক ই ধরনের সমস্যা আছে।গুনিজনের কথা আর  বইয়ের পাতায়  যে সকল উক্তি আছে তা আপনি বাস্তবতার সাথে ব্যাবহার করতে পারবেন না। সমাজের সাথে চলতে গিয়ে তা সবাই  কিছু না কিছু উপলদ্ধি করতে পেরেছেন। ভয় কে জয় করা আর সাহস কে শান  দেয়া র মোটিভেশন কি ভাবে করা যায় ?

গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে  কিছু লিখবো এই আশা করছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন