মানুষ বড় হয় না বুড়া হয়? উত্তর হবে দুইটা ই হয়। বড় হওয়া মানে ই তো বুড়া হওয়া। তবে বড় বা বুড়া সব কিছু প্রকাশের ক্ষেত্রে বয়সের একটা সম্পর্ক আছে। শুন্য থেকে পচিশ মানে বুজতে হবে বড় হইতেছি,আর পচিশ পার হলে ই মানতে হবে বুড়া হইতেছি। তবে বড় বা বুড়া জা ই হচ্ছেন তার মানে আপনার আমার বয়স কিন্তু বাড়ছে না কমছে। যদি ও আশেপাশের মানুষের কাছে শুনতে হয় বয়স যে বাড়তেছে সে খেয়াল আছে?
কিন্তু যে জিনিশ কমছে তা বাড়ছে বলে আমাদেরকে সবাই বিভ্রান্ত করছে কেন? যে আমাকে বলছে সে কি না বুজে ই বললো কথাটা।আর এই রকম কথা যে একজন ই বলে তা না, প্রায় সবার কাছে ই শুনি বয়স বাড়ছে।কমছে বলে কেউ মনে করিয়ে দেয় না।
এমন কি এই লেখা পড়ার আগে ও আপনি জেনে আসছেন যে বয়স আপনার বাড়ছে,কিন্তু আজকের এই লেখা পড়ার পরে হয়তো মেনে নিতে পারেন যে বাড়ছে না আপনার বয়স, কমতেছে।
তা কিভাবে কমছে তার উদাহরন হিসেবে কিছু কথা বলি, আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।এই কথায় কারো দিমত থাকার কথা নয়, আর দি মত থাকলে ও আপনি বেচে থাকতে পারবেন না। কারন আমার আল্লাহ বলেছেন প্রত্যেক প্রানিকে তার মিত্যুর স্বাধ গ্রহন করতে হবে।
আমরা যে শুন্য থেকে জীবন শুরু করেছি আর যেদিন মিত্যুর স্বাধ নিব,এই কয় দিনের হিসাব টা ই তো আমাদের বয়স। তাহলে এই বয়সের ধারনা পাওয়া গেলো, এই বার কমছে না বাড়ছে তার ব্যাখা করা যাক। মনে করি আমার কাছে এক লক্ষ্য টাকা আছে,তার থেকে আমি প্রতিদি এক হাজার টাকা খরছ করি তা হলে সেই অংকের রেজাল্ট কি দাড়া বে? আমার টাকা কমতেছে।
বয়স টা ও এক ই বস্তু শুরু থেকে আমাদের মিত্যুর আগ পরজন্ত একটা নিদ্রিস্ট সংখ্যা আল্লাহ আমাদের কে বেধে দিয়েছেন, আমরা একটা দিন অতিবাহিত করা মানে আপনার জীবন থেকে এক দিন কমে যাওয়া।
আশা করি বুজতে পেরেছেন।তবে আরেকটু সহজ ভাবে বুজাতে পারলে ভালো লাগতো, যদি কখনো আরো সহজ ভাবে উপস্তাপন করতে পারার মতো জ্ঞ্যান লাভ করি তা হলে আবার ও এই লেখাকে আপডেট করে সম্পাদন করবো। আল্লাহ হাফেজ।💚💚💚
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন