বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

ভাল কাজ।

 কখন কি ভাবে কি কাজ করলে পরে তা ভাল কাজ হয়? কোন ভাল কাজ না করা ই ভাল? আর ভাল কাজের সংজ্ঞা কি? এই সব প্রশ্নের উত্তর ভালো ভাবে না জানা থাকলে মানবতার ফেরিওয়ালা হতে বিরত থাকুন।একজন অন্দ রাস্তার  পাশে দাঁড়িয়ে থাকলে ই তাহাকে রাস্তা পার করে দিতে হবে না।আগে জিজ্ঞেস করে জানুন তার সাথে আর কেউ আছে কি না? রাস্তা পার হওয়া তার তখন দরকার কি না? যদি তার উত্তর হা হয় তবে ই তাহাকে রাস্তা পার করতে সাহায্য করুন।

ক্ষুধার্ত কাউকে খাবার দিবেন ভালো কথা তার আগে তার জন্য ক্ষতিকর কোনু খাবার তুলে দিলে ভালো কাজ হয় না। অভাবে থাকা কাউকে রিন দেয়ার নাম উপকার নয়। অল্প বুজতে পারা কাউকে জঠিল কথায় বুজানোর থেকে না বুজানো ই ভাল। এমন কিছু চিন্তার যায়গা থেকে কিছু লিখতে চেষ্টা করলাম।

যা পড়লে মানুষের মনে প্রশ্নও জাগবে, আবার চিন্তার খোরাকও পাবে। নিচে পুরোটা দিলাম:


 


ভাল কাজ, সময় আর মানবতার ফেরিওয়ালারা — কয়েকটা জরুরি কথা

আমরা প্রায়ই শুনি, ভাল কাজ করো, মানবতার পাশে দাঁড়াও, মানবতার ফেরিওয়ালা হও। কিন্তু কখন কি কাজ করলে সেটাকে ভাল কাজ বলা যাবে? সব সময় কি ভাল কাজ করা উচিত? আর ভাল কাজের সংজ্ঞাটাই বা কি? এই প্রশ্নগুলোর জবাব না জেনে, না বুঝে শুধু কথার ফুলঝুরি সাজিয়ে যদি কেউ মানবতার ফেরিওয়ালা হতে চায় — সেটা কি ঠিক?

চলুন একবার ভেবে দেখি।


ভাল কাজের সংজ্ঞা কি?

ভাল কাজ মানে এমন কিছু কাজ, যা অন্যের উপকারে আসে — কারও ক্ষতি না করে। আবার শুধু উপকার করলেই সেটা ভাল কাজ নয়। কাজটা করতে হবে সঠিক সময়, সঠিক পদ্ধতিতে। যেমন:

  • কারও ক্ষুধা মিটানো ভাল কাজ।

  • কিন্তু রাত তিনটায় দরজায় কড়া নেড়ে খাবার দিতে গেলে সে হয়তো ভয় পেয়ে যাবে। তখন সেটা আর ভাল কাজ থাকে না।

ভাল কাজ মানে মানবিকতা, বিবেকের আহ্বানে সাড়া দেওয়া। তবে সেটা সময়-পরিস্থিতি বুঝে।


কখন, কীভাবে, কি কাজ করলে পরে ভাল হয়?

সময় আর পদ্ধতি — এই দুইয়ের মিলন হলেই একটা কাজ ভাল হয়।

উদাহরণ:
একজন অসুস্থ মানুষকে সাহায্য করতে হবে।

  • রোগী শুয়ে আছে, তখন উপদেশ না দিয়ে পানি এগিয়ে দিন।

  • প্রয়োজন হলে তার ডাক্তার ডেকে দিন।

  • বিপদের সময় পাশে দাঁড়ান।
    এটাই ভাল কাজ।

তবে কেউ বিপদের সময় পাশে না থেকে পরে বড় বড় কথা বললে সেটা লোক দেখানো হয়ে যায়।


সবসময় কি ভাল কাজ করা উচিত?

না। সব সময় ভাল কাজ করা উচিত নয়। কারণ:

  • সব পরিস্থিতি ভাল কাজ করার উপযুক্ত না।

  • কারও ভালো করতে গিয়ে কারও ক্ষতি হলে সেটা আর ভাল কাজ থাকে না।

  • নিজের সামর্থ্য, সময়, পরিস্থিতি বুঝে ভাল কাজ করতে হয়।

উদাহরণ:
পড়ার সময় পাশের বন্ধুকে পড়া না পড়িয়ে আড্ডা দেওয়া 'ভাল বন্ধুত্ব' হতে পারে, কিন্তু নিজের পড়া নষ্ট করে দেওয়া ভাল কাজ নয়


ভাল কাজের সংজ্ঞা না জেনে ফেরিওয়ালা হওয়া ঠিক নয়

ভাল কাজ কি, কখন করতে হয়, কিভাবে করতে হয় — এই জ্ঞান ছাড়া কেউ যদি শুধু ‘মানবতার ফেরিওয়ালা’ নামে ঘুরে বেড়ায়, সেটা আত্মপ্রচার ছাড়া কিছুই না।

মানবতার ফেরিওয়ালা হতে হলে:

  • মানবতা বুঝতে হবে।

  • দয়া, সহানুভূতি আর বাস্তবতা জানতে হবে।

  • মানুষের প্রয়োজন বুঝতে হবে।

  • নিজের স্বার্থ ও অহংকার দূরে রেখে নিঃস্বার্থ হতে হবে।


শেষ কথা 

 

মানবতার ফেরিওয়ালা হওয়া সম্মানের। তবে সেটার জন্য আগে জানতে হবে কখন, কি ভাবে, কি করলে সেটা ভাল কাজ হয়। ভাল কাজের সঠিক সংজ্ঞা বোঝা জরুরি। নয়তো সেটা লোক দেখানো বা সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না।

ভাল কাজ করার আগে ভাল কাজ সম্পর্কে জানুন। তারপর সাহস নিয়ে এগিয়ে যান। তখনই আপনি সত্যিকারের মানবতার ফেরিওয়ালা হতে পারবেন।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন