আমাদের জীবনের সব চেয়ে বেশি মুল্যবান বস্তু কি? উত্তর টা সবার ই জানা।তবে প্রত্যেক মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা থেকে আলাদা উত্তর দিবে।কথা টা আমার ব্যাক্তিগত মত।আর এই টা ই ঠিক। বিশ্বাস না হলে আপনি কয়েক জনের কাছে প্রশ্ন করে মিলিয়ে দেখতে পারেন। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর একটা ই হবে।বাকি সব ভুল। মানুষের জীবনের সব চেয়ে মুল্যবান বস্তু বা সম্পদ হচ্ছে সময়। আর এই সময় কে বিনা মূল্যে আপনার আমার সবাই আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা ফ্রী দান করেছেন।আবার তিনি ই এই সময়ের শপথ করে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর যে বাক্যের আগে বলেছেন সে বাক্যটি ই হলো সময়ের কছম।
এখন আমরা সাধারণ জ্ঞ্যানের আলোকে যদি চিন্তা করি।তা হলে ধরে নিতে হবে যে আমরা সকলে ই সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। দুনিয়ার প্রত্যেক টা মানুষ কে যদি প্রশ্ন করা হয় আপনি সময় কে কি ভাবে ব্যাবহার করেন? উত্তরে কেউই পরিপূর্ণ ভাবে নিজের জীবনের সব গুলো সময় কে ব্যাবহার করতে পেরেছে এমন উত্তর আশা করি কেউ দিতে পারবে না। তথ্য প্রজুক্তি আর স্মার্ট ডিভাইস এর সাথে আমরা এখন যে ভাবে লেগে আছি তার জন্য তো সময়ের অপচয় এখন কি ভাবে যে করছি তা লিখে শেষ করা কঠিন।
কিছু অভ্যাস এর কথা তুলে ধরছি। আপনি বা আমি যে কেউ যখন মোবাইল হাতে নেই তখন প্রথমে ই স্যোস্যাল নেটওয়ার্ক এর যে কোনো সাইটে প্রবেশ করি।তার পরে স্ক্রল করা শুরু হয়। কয়েক সেকেন্ড সময় এর মধ্যে ই যে কোনো একটা রিল/ভিডিও /স্ক্রিপ্ট কোনো একটার মধ্যে চোখ আটকে যায়। শুরু করি দেখা বা পড়া। এর সাথে সাথে ভুলে যাই মোবাইল টা হাতে নেওয়ার আগে আমি কি কাজে ব্যাস্ত ছিলাম। আর সেই ভুলে যাওয়ায় মোবাইলের স্ক্রলিং চলতেই থাকে। কখন যে সাভাবিক অবস্তায় ফিরে আসা হয় তা সকলের ই থাকে অজানা। এই প্রেক্ষাপট আমাদের সবার কাছে ই পরিচিত।
সময়ের অপব্যবহার করে যে ধরনের ক্ষতির সম্মুখিন হচ্ছি তার সামান্য কিছু তুলে ধরছি।
সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ হারিয়ে যাওয়া অর্থ, সম্পদ বা যেকোনো বস্তু হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনোই ফিরে আসে না। এই মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে না লাগালে জীবনে সফলতা অর্জন করা অসম্ভব।
আজকাল অনেকেই অপ্রয়োজনীয় কাজে, অলসতায়, সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করে, যার ফলে পড়াশোনা, কাজ কিংবা দায়িত্ব পালনে ঘাটতি পড়ে। সময়ের এমন অপব্যবহার ধীরে ধীরে মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়।
একজন সচেতন মানুষ সবসময় নিজের সময়ের সঠিক ব্যবহার জানে। প্রতিদিনের কাজের তালিকা তৈরি করে, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলে এবং গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেয়।
সময়ের অপব্যবহার আমাদের ব্যক্তিগত জীবন, পড়াশোনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই এখন থেকেই সময়ের মূল্য বুঝে সঠিক পরিকল্পনায় চলা উচিত। মনে রাখতে হবে — ‘সময় কারও জন্য অপেক্ষা করে না।’
যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায়, তারাই ভবিষ্যতে সফলতার শিখরে পৌঁছায়। তাই সময়ের অপব্যবহার পরিহার করে জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন