সম্মানিত দর্শক ,আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন,আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।
আজকে সারা দিন সবাই কি কাজ করলেন? সারা দিনের কাজের ব্যাপারে নিজেকে প্রশ্ন করেছেন কি? আমরা কখনো নিজের কাজের জন্য নিজেকে প্রশ্ন করি না,আপনি কি জানেন কেন?যদি না জানেন তা হলে আজকের এই লেখা আপনার জন্য।
আমরা আমাদের প্রতিদিনের কাজের শেষে নিজেকে মুল্যায়ন করতে পারি না কারন আমারা কখনো নিজেকে অপরাধী মনে করতে পারি না।
আমরা কেউ ই ভুলের বাহিরে নই,অথচ আমাদের নিজের ভুল মেনে নিতে কেউ ই চাইনা,কারন আমরা আমাদের নিজের ভুল কে অন্যের উপর চাপিয়ে দিতে সব সময় পছন্দ করি।
আমরা যদি নিজের ভুল শিকার করতে পছন্দ করতাম,দিন শেষে নিজেকে মুল্যায়ন করতাম,পরের দিন সে ভুল থেকে নিজেকে বের করে আনার চেস্টা করতাম,তা হলে সমাজ টা আর ও সুন্দর হতো।
ভুল ত ভুল ই হয়,হোক সে নিজের বেলা।না হয় হোক সে আপনার আশেপাশে থাকা মানুষ টার। আজকের জন্য তাহাকে ক্ষমা করি।,দিন শেষে তার ভুল টা ধরিয়ে দেই,।আত্য সমালোচনার জন্য তাকে নিজেকে মনে করিয়ে নেই,রাতে ঘুমানোর আগে একটি বার বিবেকের কাঠগড়ায় দাড় করাই।
আইন,সমাজ বিচার ব্যাবস্তায় নিজের শাস্তির কথা কল্পনা করি,কি মনে হবে,খুবই বিশ্রি অবস্তা, তাই নয় কি? আসুন সবাই নিজের বিচার নিজে করতে শিখি।
নিজেকে বদলাই,সমাজ বদলে যাবে, আমাদের নিজের বিচার করতে শিখি, আত্যসমালোচনা টা নিজের এবং সমাজের কল্যানে খুব ই দরকারি।
আত্যসমালোচনা করার জন্য আমদের কে কি করতে হবে ? প্রথম যে কাজ টা করা খুব ই জরুরি তা হচ্ছে নিজের জন্য একান্ত কিছু সময় বের করা,প্রতিদিনের জন্য , তার পর সেই সময় জুড়ে শুধু মাত্র নিজের সারাদিনের কাজের পর্যালোচনা করা।
কোন টা ভুল ছিল আর কোন টা সঠিক তার হিসাব করা, অবশ্য ই সততার সাথে, এইবার ভুল কাজ গুলো না করলে কি হতো ? আর ভুলের জন্য কার কি ক্ষতি করেছেন তার বিশ্লেষণ করা, সঠিক কাজের জন্য নিজের ও সমাজের উপকারের বিশ্লেষণ টা ও করতে ভুলবেন না।
রেজাল্ট কি পাইছেন তা ভেবে দেখুন, হনেস্টলি চিন্তা করলে দেখবেন ভুলের জন্য নিজের বিবেকের কাছে অনুশোচনা আর সঠিক কাজের জন্য কতটা গর্ব হচ্ছে।
অনুশোচনার জন্য অশান্তি আর গর্বের জন্য প্রশান্তি, যে প্রশান্তির জন্য দিন রাত পরিশ্রম করে সবাই, তা হলে কেন অশান্তি ডেকে আনবো জীবনে? প্রশান্তি যেখানে হাতের নাগালে, আমরা যেকোনো ভাল কাজের পরে মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করি। আমার কাজ দিয়ে যদি অন্যের উপকার হয় তা হলে সেই শান্তির পরিধি আরেকটু বেশি। বরতমানে সমাজের অবস্তা খুব ই করুন, সবার উপকার হয়তো আমি করতে পারবো না।
কিন্তু সারাদিনে যদি আমার ইচ্ছে হয় ত নিজের কাজের ফাকে যে কোনু একটা উপকার কেউ বা কারো জন্য করতে পারবো, কি সেই ভালো কাজ ,কি ভাবে ভালো কাজ করা যায়? এই বিষয়ে আরেকটা লেখা নিয়ে আলোচনা করবো।
খুব ভাল লিখা লিখি করতে পারি তা নয়,তবে লিখতে খুব ভালো লাগে,আর সেই ভাল লাগা থেকে সামান্য প্রচেস্টা মাত্র,
যদি আমার এই লেখা কারো চোখে পড়ে আর একটু চোখ ভুলানো হয় ত একটা রিয়েক্ট করে জাবার অনুরুধ রইল,
তবেই ত অনুপ্রেরনা পাবো,সবাই ভালো থাকবেন। সেই প্রত্যাসায় আজকের মতো বিদায়।।আল্লাহ হাফিজ। 💚💚💚
Good writer
উত্তরমুছুন