কোনু বই পুস্তক বা ডকুমেন্টারি দেখে নয় সমাজের বাস্তব চিত্র দেখে আর আমার একান্ত ব্যাক্তিগত চিন্তা থেকে বলছি। আশির দশকে সিলেটের মাটিতে জন্ম। যে মাটি বা জমিন হচ্ছে হযরত শাহজালাল / হযরত শাহপরান এবং তাদের সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার বিচরন ভুমি। ইতিহাস অনুযায়ী হযরত শাহজালাল সিলেটে আগমন করিছিলেন ১৩০৩ সালে। সে হিসাব অনুযায়ী হাজার বছররের ও বেশি সময় অতিক্রম হয়ে গেছে। ইতিহাস ,হুজুরদের ওয়াজ, হযরত শাহজালাল (রাঃ) জীবনী, এবং পুরোনু দিনের লোক মুখে শুনে যা আমরা জানতে পেরেছি এবং তার থেকে বুজেছি তার সারমর্ম হচ্ছে ইরাকের বাগদাদ নগরি থেকে ইসলাম প্রচারের উদ্দ্যেশে তিনি এই বাংলায় আগমন করেছিলেন। ইসলাম প্রচারে তিনি সফল ও হয়েছেন। তার সাথে লড়াই করে পরাজিত হয়েছেন তখনকার ক্ষমতাবান রাজা। তার ইসলাম প্রচারের সময় কালে দুই চার টা কেরামতের বর্ণনা ও কিছু বইয়ের পাতায় এবং লোক মুখে শুনা যায়। সব গুলো বিশ্বাস যোগ্য না হলে ও কিছু ঘটনা আছে তা গ্রহন যোগ্য। এবং বিশ্বাস ও করি। কিন্তু তার ইসলাম প্রচার করতে গিয়ে জমায়েত হয়ে ওরশ করার নামে মজলিশ বসিয়ে গান করেছেন এমন কোনু গল্প কারো কাছে শুনি নাই। তার কোনু আদেশ নিশেদের বক্তব্য বই আক...