সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আমাদের গ্রহন যোগ্যতা।

বর্তমান এই সমাজে আমরা কাউকে বিশ্বাস করবো কি মানদন্ডে? কে যে সত্য বলছে আর কে মিত্যা তা উপলদ্দি করার কোনো উপায় আছে কি?

সারাদিনের কর্মময় সময় পার করার পরে দিন শেষে আপনি আমি যে কথা গুলো শুনছি বা বলছি তা যে কতটা সত্য আর কতটা মিত্যা তা নিজেকে প্রশ্ন করলে বের করে নিতে পারবো কি?

জি হ্যা পারবো , আমাদের বিবেক বুদ্ধি কে কাজে লাগালে অবশ্য ই পারবো,কিন্তু সেই পারা টা কে কখনো ভেবে দেখে কাজে লাগিয়েছি কি?



আমরা এখন যে সমাজে বসবাস করছি তার পরস্তিতি ই আমাদের বিবেক বুদ্ধি কে কাজে লাগাতে দিচ্ছে না, মিত্যা কথা বলে প্রমান না করে পার পাওয়া গেলে ও সত্য কে প্রমান করতে হয়।

আর ও এক টা প্রকিতির নিয়ম হলো আমরা মানুষ যে কিছু ই ভুলে যাই ভুলে যেতে পারি।কিন্তু সেই ভুলে যাওয়া কে মেনে না নিয়ে কল্পনা শক্তি ব্যাবহার করে মিত্যা করে উপস্তাপন করি।

মিত্যা যে একটা জগন্য পাপ/অন্যায় তা ফিল করার ভোধ শক্তি হারিয়ে ফেলেছি।সত্য সুন্দর তা জানা থাকার পরে ও মিত্যা দিয়ে চলছে জীবন,একটি বারের জন্য ও অনুশোচনা হচ্ছে না।

সত্য কে আগলে না রাখার জন্য আজ আমাদের গ্রহনজোগ্যতা মারাত্তক হুমকির মুখে।

বিবেক কে জাগ্রত করি, ভুলে গেলে তা অকপটে স্বীকার করি,কল্পনা কে ব্যাবহার  করে সত্য মিত্যার মিশ্রন না করি, 

উন্নত বিশ্বের দিকে খেয়াল করে দেখি যে ,সত্য কে গ্রহন করে কে কতটা এগিয়েছে,

সবাইকে সত্যের সাথে থাকার অনুরুধ করে আজ এই পরজন্ত,

ভালো থাকবেন সেই প্রত্যশায়,

আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন