সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

সময় জ্ঞ্যান

আপনি জানেন কি?আমাদের জীবনের অতি প্রয়োজনিয় বস্তু টা কে অবহেলায় ব্যয় করি, প্রতিদিন ফেসবুক,টিকটক,ইউটিউব,স্ক্রল করে কত যে সময় অপচয় করছি তা কি ভেবে দেখেছি?এই ভেবে দেখার সময় টা ও আমাদের হাতে নেই,
এক দিনে আমাদের জীবনের ৮৬৪০০ সেকেন্ড সময় পাই, এইবার একটু থামুন।চোখ টা বন্দ করে ফেলে আসা দিন গুলো থেকে একটা ভালো দিনের ছবি কল্পনা করি,
কি পেয়েছেন আপনার চিন্তা শক্তি থেকে?জদি আপনার চিন্তা শক্তি আর বিবেক ঠিক মতো সেই ভালো দিনের ছবি টা স্পস্ট দেখে থাকে তো দেখবেন আপনার অই দিনের সময় এর ব্যাবহার ছিল নিখুত।


অন্যের কথা আর বুদ্ধিতে প্রভাবিত হয়ে নিজের এত্ত গুরুত্ত পূর্ণ বস্তু সময় কে অপব্যাবহার করে ই চলেছি প্রতি নিয়ত,
গল্প, কবিতা, উপন্যাস, নাটক, সিনেমা, ব্লগ, প্রডকাস্ট, রিল ভিডিও,''''''এই কয় টা উপকরন আমাদের জীবনের ৭০ শতাংশ সময় কেড়ে নিয়ে জাচ্ছে।আর বাকি ৩০ শতাংশ আমাদের ব্যাক্তিগত কাজ যেমন ঘুম খাওয়া গোসল বাথরুম ইত্যাদি কাজে ব্যয় করছি।
এই যদি হয় আমাদের অবস্তা তা হলে আমাদের পরবর্তী প্রজন্ম কে আমরা কি দিয়ে যাচ্ছি?
আসুন একটূ থামী।ইতি মধ্যে ই ৭০ ভাগ হীসাবে ব্যয় করা সময় থেকে যে ঠুক শিখতা পেরেছি তা দিয়ে ই  কিছু একটা করি।
জা থেকে পরবরতি প্রজন্ম কে কিছু দিয়ে জাইতে পারি।সময় কে কাজে লাগাই,জা শিখছি তা শিখানোর চেস্টা করি।
সময় কে কাজে লাগাই,।
লেখার টাইটেল অনুযায়ী লেখা টা ঘুছিয়ে উপস্তাপন করতে পারি নাই, ক্ষমা করবেন।
সময় জ্ঞ্যান নিয়ে অনেক কিছু লিখার ইচ্ছে আছে,আমি কিছু কাজে একটিভ হয়ে নেই তার পরে আর ও বিস্তারিত লিখবো।
ভালো থাকবেন সবাই,  আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন