গত বেশ কিছু দিন ধরে আমাদের চারপাশে ইন্ডিয়া আউট নামে বেশ জোরে শোরে একটা করমসুচি চলমান আছে।শুরু টা পিনাকি দাদার ইউটিউব এর ভিডিও আপলোড এর মাধ্যমে। তিনি বেশ বড় মাপের একজন মানুষ। তার প্রত্যেক টা ভিডিও বেশ তথ্যবহুল। তা ছাড়া তার জনপ্রিয়তা ও নেহাৎ কম নয়।কারণ তিনি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে লক্ষাধিক ভিউ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে।
এখন আমার বক্তব্য হলো এই ইন্ডিয়া আউট করমসুচি টা তিনি শুধু রাজনৈতিক ইস্যুতে ব্যাবহার করে আসলেও এই টা আমার মতে আমাদের জাতিগত ইস্যু। প্রত্যেক টা মানুষ তার দেশ কে ভালবাসা করতব্য এখানে কোনো দ্বিমত নেই। যদি কেউ দেশের প্রতি বিদ্রোহ কিছু করে তা হলে আইনের আওতায় এনে শাস্তি দেয়া করতব্য।কিন্তু সেই দেশদ্রোহী বিশ্বাসঘাতক বলে পিনাকী দাদা বরতমান সরকার কে শতভাগ দাবি করে আসছেন।
এখন আমার মনে প্রশ্ন যে যদি সরকার সত্যিই ইন্ডিয়ার দালাল বা সহজোগি হিসাবে কাজ করে থাকে তা হলে তো এই ১৬/১৭ বছরের ক্ষমতা দিয়ে দেশ বিক্রি করে দেয়ার কথা। তা কেন করতে পারে নি?
আপনি যে সকল তত্য তুলে ধরেছেন তাঁর জন্য সত্যিই মনে অনেক কিছু নাড়া দিয়ে গেছে। আমাদের দেশে আলু পিয়াজের উৎপাদন এর পরিমাণ চাহিদা আর ব্যাবসায়ীদের কার সাজি চোখে পড়ার মতো। তা ছাড়া ও এই দেশের অন্যান্য শিল্পের ক্ষেত্রে ও বহু কিছু সামনে এনেছেন। আপনার এই গুলো জানার আগে থেকে ই আমি ব্যাক্তিগত ভাবে ইন্ডিয়ান কিছু পছন্দ করি না এবং খুব জরুরি না হলে তাদের কোনো পন্য কিনি ও না।
আমার কাছে সব সময় নিজের দেশের পন্যের প্রতি অগ্রাধিকার থাকে।
তবে আপনার এই আলোচনা কে দেশের জাতিয় পরজায়ের নেতা নেত্রীর চিন্তিত হয়ে কথা বলতে দেখে অবাক হচ্ছি আর ভাবছি,,
ডাল মে কুচ কালা হে,,,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন