*মৃত্যুর স্বাদ তুমাকে গ্রহণ করতেই হবে। *তুমার আমার রিজিক নিরদারিত একটু ও বেশি বা কম গ্রহণ বা ত্যাগ করতে পারবে না। *মৃত্যুর পরে তুমার জীবনের প্রত্যেক কাজের জন্য জবাব দিতে হবে। *গায়েব জানেন শুধু মাত্র আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা। *হিংসা মনে পুশলে ধংশ্ব তুমার জন্য অনিবার্য। *সত্যি কে মিত্যা দিয়ে ডেকে দিয়ে কখনো মনে শান্তি পাওয়া যাবে না।
*পর উপকার সব সময় মনে প্রশান্তি নিয়ে আসে। *মা বাবার দোয়া থাকলে কোনো বিপদ আপদ ক্ষতির মুখে পড়বে না। *ধৈর্য নিয়ে অপেক্ষা আর ন্যায় সংগত চেস্টা থাকলে সফলতা আসবে ই। *দানে কখনো ধন কমে না। *তুমার চরিত্র ই আজকে তুমাকে এখানে দাড় করিয়েছে। *চাহিদার চেয়ে সন্তুষ্টি লাভ করতে পারলে অশান্তি কখনো গ্রাস করতে পারবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন