সোমবার, ২৭ মে, ২০২৪

বক্তা

ওয়াজ,সেমিনার,বা অনুস্টানে উপস্তিত সবার সামনে দাঁড়িয়ে বা বসে কিছু বলা কে আমরা বক্তব্য হীসাবে ই জানি। যিনি বলেন তাহাকে আমরা বক্তা হীসাবে জানি।আর অনুস্টানের প্রকার বেদে কথা বলার ধরন ও পাল্টায়। যেমন রাজনিতির সেমিনার হলে কথা এক ধরনের। ধর্মীয় অনুস্টানের কথা আরেক ধরনের। আবার ব্যাবসা বানিজ্য রিলেটেড হলে সেখানে বক্তব্য বা কথা বলার ধরন থাকে আরেক ধরনের।
এখন সেই বক্তব্য আবার পরিবেশ পরিস্তিতি অনুযায়ী বলার ধরন আবার ও পাল্টে যায়। তা আশে পাশের বক্তব্য কে মনোযোগের সাথে খেয়াল করলে বুজতে পারবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন