বাবার অপূর্ণতা ও বাবার জন্য দোয়ার দরখাস্ত
বাবা—এই ছোট্ট শব্দের মাঝেই লুকিয়ে থাকে অগণিত ভালোবাসা, স্নেহ, ত্যাগ আর দায়িত্ববোধ। জীবনের প্রতিটি ধাপে সন্তানের জন্য যে অবিরাম পরিশ্রম আর আত্মত্যাগের নজির বাবা গড়ে তোলেন, তার প্রকৃত মূল্যায়ন অনেক সময় আমরা করতে পারি না। কিন্তু যখন বাবা আমাদের পাশে থাকেন না, তখনই বোঝা যায়, তিনি কত বড় নেয়ামত ছিলেন আমাদের জীবনে।
আমার বাবা প্রিয় বাবা কখনো হয়নি বলা তুমাকে বুকে জড়িয়ে ধরে অনেক ভালবাসি।
যে সন্তান বাবাকে হারিয়েছে, সেই জানে বাবার শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়। বাবার স্নেহময় হাতের ছোঁয়া, কঠিন সময়ে সাহস জোগানো কথাগুলো, মাথার ওপর ছায়ার মতো থাকা সুরক্ষা—সবই একসময় স্মৃতি হয়ে যায়। তখন কেবল থেকে যায় আফসোস, হাহাকার, আর চোখের জলে ভেজা দোয়া।
আসুন, আমরা যারা বাবাকে হারিয়েছি বা যাদের বাবা এখনও বেঁচে আছেন, সবাই মিলে মহান আল্লাহর দরবারে বাবার জন্য দোয়া করি—
বাবা আমার এক পৃথিবী বাবা আমার সব, ভাল রেখ এই বাবাকে ওহে মহান রব।
"হে আল্লাহ, আমাদের বাবাকে ক্ষমা করুন, তার সকল গুনাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। যদি তিনি জীবিত থাকেন, তাহলে তাকে সুস্থতা, শান্তি, ও দীর্ঘ হায়াত দান করুন। আর যদি তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকেন, তাহলে তার কবরকে জান্নাতের বাগানগুলোর এক বাগান বানিয়ে দিন। আমিন।"
বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া, যত্ন নেওয়া এবং তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে বাবা-মায়ের হক আদায়ের তাওফিক দান করুন। আমিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন