জীবন নিয়ে অভিযোগ নয়, মানিয়ে নেওয়ার নামই শান্তি
জীবন চলার পথে প্রত্যেকেরই কিছু না কিছু অভাব, হতাশা আর বেদনা থাকে। কারো জীবনই সম্পূর্ণ নিখুঁত নয়। যত বেশি আমরা জীবনের উপর অভিযোগ করি, ততই অশান্তি, দুশ্চিন্তা আর কষ্ট আমাদের ঘিরে ধরে। কারণ অভিযোগের কোনো শেষ নেই। আজ একটার জন্য, তো কাল আরেকটার জন্য। এইভাবে অভিযোগের বোঝা নিয়ে জীবন চলা যায়। কিন্তু এ জীবন কে জীবন বলা যায় না।
আসলে, সুখী হবার আসল মন্ত্র হচ্ছে মানিয়ে নেওয়া। জীবনে প্রয়োজনের ঠুক খেয়ে পরে, আর পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে যারা এগিয়ে যেতে জানে, তারাই সত্যিকারের শান্তি খুঁজে পায়। কারণ শান্তি বাইরের জিনিস নয়, এটা নিজের ভেতরেই তৈরি করতে হয়।
প্রত্যেক মুহূর্তে আমরা যদি যা নেই তার জন্য অভিযোগ না করে, যা আছে তার মধ্যে ভালো থাকার চেষ্টা করি, তাহলে ছোট ছোট সুখের মুহূর্তও অনেক বড় হয়ে ওঠে। জীবনের কঠিন সময়গুলোও তখন সহজ লাগে।
জীবন কখনো আমাদের ইচ্ছেমতো চলবে না। প্রয়োজনের সময় মাথা ঠান্ডা রেখে, নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে পরিস্থিতি মানিয়ে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে আসল সুখের দরজা। আর এই মানিয়ে নেওয়ার অভ্যাসই আমাদের করে তোলে দৃঢ়, ধৈর্যশীল আর শান্ত মানুষ।
অভিযোগের জীবন নয়, গ্রহণ করার জীবনই সুখের জীবন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন