বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ২০২৪ ইংরেজী সনের জুলাই আগস্ট মাসের ৩৬ টি দিন। বই বা বক্তব্য অথবা গল্পের মাধ্যমে যে কোনু কিছু শুনা আর নিজ চোখে দেখার মধ্যে অনেক তফাত তা কম বেশি সবাই ই উপলদ্বি করতে পেরেছেন/পারেন। এই ব্লগে নিজের দেখা ও ফিল করা ২০২৪ ইংরেজী সনের জুলাই আগস্ট বৈষম্য বিরুদি ছাত্র আন্দোলনের মাধ্যমে অভুত্যান ও রাজনৈতিক পালা বদল তার সাথে প্রফেসর ডঃ ইউনুস স্যার কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং দেশের অগ্রগতি না নিম্নগামি তা নিয়ে কিছু কথা লিখবো।
পুরো লেখা জুড়ে নিতান্ত ই নিজের দেখা ও ভাবনার প্রকাশ পাবে।কোনু রাজনৈতিক দলের প্রতি অনুগত্য বা বিরুধের কিছু খোজে পেলে তা সত্য প্রকাশের কারনে উঠে এসেছে। আমাকে শত্রু ভাবার কোনু কারন নেই।কাকতালীয় বা ভুল মেসেজ মনে করে এড়িয়ে ও যেতে পারেন।যাই হোক আল্লার নামে শুরু করা যাক।
বেশ লম্বা সময় প্রায় ২১ বছরের ও বেশি সময় জুড়ে ঢাকায় বসবাস এবং গত ৪ বছরের থেকে বেশি দেশের অত্যান্ত গুরুত্বপূর্ণ একটা স্থান নিজের কর্মস্থল হবার কারনে খুব কাছে থেকে এ দেশের অনেক জঠিল ও কঠিন বিষয় গুলো দেখার সুযোগ হয়েছে।তাই যে লেখা টা পড়ছেন তা হয়তো মিডিয়ায় প্রচার বা অন্যান্য নিউজের সাথে সাংগরসিক মনে হতে পারে।তবে তা মিত্যা নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন