শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

সমস্যার সমাধান,2

 যে ভালো হয়ে গেলে আমাদের টাকার অভাব,সুখের অভাব থাকবেনা,আর সমস্যার সমাধান হয়ে যাবে তার বিষয়ে আলোচনা করি,

আমরা ভালো হয়ে যাওয়া বলতে জা বুজি তা হইলো অন্যের ক্ষতি করবো না ,সততার সাথে কাজ করবো, আল্লাহর ইবাদত করব,সাধ্য মতো অন্যের উপকার করবো,

এক কথায় আল্লাহ আমাদের কে যে ভাবে জীবন পরিচালনা করতে বলেছেন ঠিক হুবহু যদি চলার অভ্যাস গড়ে তুলতে পারি তা হলে ই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে,

আল্লাহ বলেছেন সেই বলা কথা গুলো কই পাবো? কারন ধরমিয় বই গুলো পড়লে একেক টা একেক রকম,

কেউ বলে নামাজ পড় তো কেউ বলে মাজারে যাও, আবার কেউ বলে ইবাদত এভাবে কর।তো কেউ বলে অন্য ভাবে,

না না জনের না না মত তো আমরা যাবো কোন পথ?আর সেই নানা পথের পথ দেখানো তে বিরক্ত হয়ে আমরা খেই হারিয়ে চলে যাই বি পথে,

মানুষের পথ দেখানো, লেখা বই, আর মতামত কে এক পাশে রাখুন।আল্লাহর দেয়া জ্ঞ্যান এবং আল্লাহ প্রেরিত বই কে নিজের ভাষায় পড়ুন,



আল্লহার বইয়ের যে কিছু কে আপনার জ্ঞ্যানের পরিধি তে সহজ মনে হচ্ছে তা আপনার মতো করে চিন্তা করুন,ভাবেন,ভাবতে থাকেন,

জতক্ষন না আপনার চলার রাস্তা পরিস্কার দেখতে পাচ্ছেন ততক্ষন ভাবেন,প্রয়োজনে আবার ও আল্লাহর বইটা মনোযোগ দিয়ে পড়েন,

পেয়ে যাবেন একটা রাস্তা,সেই রাস্তা ধরে পথ চলা শুরু করেন।দেখবেন সত্যি ই ভালো হয়ে গেছেন।টাকার অভাব নেই,সুখের অভাব নেই,জীবনের সমস্যা ও নেই।

জদি ও লিখে বুজাতে পারছি কি না জানি না,সময় পাইলে আবার ও এই লেখা টা কে সহজ ভাষায় উপস্তাপন করবো,ইনশা আল্লাহ।

আজকের মতো বিদায়,সবাই ভালো থাকবেন,

আল্লাহ হাফেজ,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন