সম্মানিত পাঠক,আসসালামু আলাইকুম,আশা করি ভালো আছেন, আজ কথা বলবো ইসলাম কি বলে আর আমরা কি করছি,
আমাদের সবার ধারনা ইসলাম একটা ধর্ম, আর এই ধর্ম অনুশারি সবাইকে হতে হবে পাঞ্জাবি পায়জামা টুপি আর বোরকার মধ্যে,হতে হবে নামাজি,
এই সব ছাড়া ও আছে শুধু ভয়ের কথা,ইসলাম পালন না করলে শুধু শাস্তি আর শাস্তি,সত্যি ই কি তাই,তাহলে কি আমরা সবাই দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা নামাজ এই গুলো নিয়ে ই থাকবো,একবার ভাবেন তো,জদি আমি আপনি সবাই এই ধারনা নিয়ে চলা শুরু করি,আমাদের চার পাশে এই রকম ইসলামের অনুশারি হই তা হলে সমাজ টা কেমন দেখাবে?
আল্লাহ কি বলেন,আমাদের শেষ নবি হযরত মোহাম্মদ সাল্লালুহু আলাইহি ওসাল্লাম কি বলেছেন,কি ভাবে চলেছেন,ইসলাম কি শুধু ধর্মের নাম? শুধু দাড়ি টুপি বোরকার মধ্যে থাকলে ই ইসলাম পালন হয়ে যাবে?
এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পড়তে হবে,পড়লে ই জানতে পারবেন,ইসলাম শুধু ধর্ম নয়,ইসলাম মানে শুধু ভয় নয়,দাড়ি টুপি বোরকার মধ্যে ইসলাম সীমাবদ্দ নয়,
হুজুরের কথায় ইসলাম নয়,ইসলাম হচ্ছে আমার আপনার জীবন ব্যাবস্তা,আল্লাহ ই বলেছেন,আর এই কথায় কারো কোনো দি মত ও নেই,
আপনি যদি আপনার জীবন কে সহজ সুন্দর সাভাবিক ভাবে পরিচালনা করতে চান তো অবশ্য ই সবার আগে দরকার শান্তি।আর সেই শান্তির নাম ই হচ্ছে ইসলাম,
ইসলাম অর্থ যে শান্তি তা আশা করি আমাদের সকলের ই জানা,আর কোরআনে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের কে শুধু মাত্র শান্তির উপর থাকতে নিরধেস করলাম,শান্তি ই হচ্ছে আমার দেয়া এক মাত্র মনোনিত রাস্তা,
যদি ও হুজুর দের উপস্তাপনা একটু আলাদা,
আল্লাহর কথা আর আমার নবির জীবনি কে যদি আমাদের বাংলা সাহিত্যের ভাষায় উপস্তাপন করে তুলে ধরা যাইত তা হলে যে আমাদের জীবন ব্যাবস্তা কতো টা সুন্দর হইতো তা আপনি আমি কল্পনা ও করতে পারবো না,
আমার ক্ষুদ্র জ্ঞ্যানের আলোকে অল্প অল্প করে লেখার চেস্টা করে জাবো,জদি আপনাদের কারো চোখে পড়ে ত মতামত জানিয়ে যাবেন,
ইসলাম আর আমরা — এক নির্মম বৈপরীত্য
আজকের সমাজের দিকে তাকালে একটা প্রশ্ন বারবার আসে মনে — আমরা কি সত্যিই মুসলমান? নাকি কেবল নামকাওয়াস্তে? কারণ, ইসলাম যে সমাজব্যবস্থার কথা বলে, যে আদর্শ, ন্যায়-নীতি আর ভালোবাসার বুনন দেয়, সেটা আজকের সমাজের কোথায়?
ইসলামের নিয়ম আর বাস্তবতা
ইসলাম শুধু নামাজ-রোজা আর ব্যক্তিগত ইবাদতের নাম নয়। এটা এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, অন্যায়ের প্রতিবাদ করবে, গরিব-দুঃখীর পাশে দাঁড়াবে, অন্যায়-জুলুম রুখে দেবে। কিন্তু আমাদের সমাজে এসব কই?
-
ভাই ভাইয়ের শত্রু
-
প্রতারণা, সুদ, ঘুষ, লোভ
-
অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ
-
নারীদের অসম্মান
-
অপরের হক মেরে নেওয়া
এসব তো একেবারে ইসলাম বিরোধী। অথচ মুখে আমরা মুসলমান!
যদি আদেশ-নিষেধ মানতাম…
ইসলাম আমাদের যা শিখিয়েছে, যদি সত্যিই সেটা আমরা পালন করতাম — সমাজের চেহারা পাল্টে যেত।
-
কেউ কারো হক নষ্ট করত না
-
মিথ্যা, প্রতারণা, ঘুষ থাকত না
-
গরিব-দুঃখীর জন্য সমাজ হতো সহানুভূতির আশ্রয়
-
নারী থাকত সম্মানিত, নিরাপদ
-
অন্যায়-অবিচার ঠেকানো হতো সবার দায়িত্ব
আল্লাহ তো বলেছেন —
"তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায় রুখে দাও, আর আল্লাহকে ভয় করো।" (সুরা আল-ইমরান: ১০৪)
কিন্তু আফসোস! আমরা মুখে শুধু ইসলামের নাম নেই, কাজের বেলায় সব উল্টো।
সমাধান একটাই
ফিরে যেতে হবে ইসলামি আদর্শে। নামাজ-রোজার পাশাপাশি মানুষ হিসেবে দায়িত্বশীল হতে হবে। প্রতিবেশীর হক, কর্মচারীর অধিকার, নারীর সম্মান, গরিবের সহায়তা — এসবকে জীবনের অংশ বানাতে হবে।
তাহলেই বদলাবে সমাজ।
তাহলেই আল্লাহর রহমত নামবে।
তাহলেই সত্যিকার মুসলিম সমাজ গড়ে উঠবে।
শেষ কথা:
ইসলাম আমাদের জন্য ছিলো রহমত। আমরা এটাকে শুধু নামের মধ্যে আটকে ফেলেছি। আসুন — আবার জীবন্ত করি ইসলামের আদর্শ। বদলাই নিজেকে। বদলাই সমাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন