মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সমস্যার সমাধান,1

 ভালো হয়ে যা সুখের অভাব হবে না, ভালো হয়ে যা টাকার অভাব হবে না,ভালো হয়ে যা সমস্যা থাকবে না।

কথা গুলো আমার নয়,রাস্তা দিয়ে হাটার সময় কেউ একজন ফোনে বলছিল কাউকে।খুব উচ্চ সুরে যতেস্ট আত্যবিশসাসের সাথে,

কথা গুলো শুনে কিছুটা অবাক হই, আবার হাটা শুরু করি কিন্তু এই যে সুখের ,টাকার,সমস্যার সমাধান মাত্র এক বাক্যে প্রকাশ করে দিচ্ছে তা কি করে?

একটা মানুষ তার সারাটা জীবন ব্যয় করে এই সুখ,টাকার অভাব আর সমস্যার সমাধানের পিছনে ঘুরে,অথচ সেই কি না বলছে ভালো হয়ে গেলে ই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

আমাদের প্রত্যেকের কাছে ই ধারনা আমরা একেক জন ভালো মানুষ, কিন্তু আমাদের সবার ই তো টাকার অভাব,সুখের অভাব।সমস্যায় জরজরিত,

ফোনের বলা লোকের কথা কি তা হলে পাগলের প্রলাপ?

কিন্তু যে লোকটা কথা গুলো বলছিল তাকে দেখে তো কোনো ভাবে ই পাগল মনে হলো না।আর কথা বলার ধরন দেখে ও মনে হলো সে পরিক্ষিত কথা গুলো বলছে,

এই কারনে আমি ও সেই ভালো হয়ে যাওয়ার সংঘা খুজা শুরু করলাম,যে ভালো আমাকে টাকার অভাব দুর করবে সুখ এনে দিবে সমস্যায় পড়তে হবে না,

আছে কি এই ভালো হবার উপায়?সত্যি ই কি এক কথায় সব কিছুর সমাধান লুকায়িত?কি ভাবে সেই ভালো হতে পারবো?



একটা একটা করে আলোচনা করবো সেই ভালো হবার বিস্তারিত,সময় থাকলে পড়বেন,কাজে লাগাতে পারলে হয়তো আপনি ও এক বাক্যের মাজে ই সব সমাধান খুজে পেয়ে যেতে পারেন।

ভালো বলতে আমরা যা বুজি।ফল বা সবজি হলে ফ্রেস,ডিভাইস হলে সচল ,মানুষ হলে নম্র ভদ্র জ্ঞ্যানি বুদ্ধিমান,ব্যাখা করলে অনেক হবে।

তাই ব্যাখা না করে আমাদের একান্ত দৃষ্টি ভঙ্গী তে ভালো কে যে ভাবে বুজি তার আংগিকে কথা বলি।

আমাদের ভালো কে আমরা যে চোখে দেখি সে ভালো দিয়ে সব সমাধান হবে না,তবে আমাদের সবাই সেই ভালো কে জানি তা ব্যাখা করে প্রয়োগ করলে ই সব সমাধান আছে বলে আমি সেই ফোনে কথা বলা লোকের সাথে এক মত,

চলেন সেই আলোচনায় প্রবেশ করি।

সেকেন্ড পাঠে ্‌্‌,

আজ এই পরজন্ত্‌,আল্লাহ হাফেজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন