রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

টাকার চিন্তা

 সম্মানিত দরশক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন, আপনাদের দোয়ার বরকত ও মহান আল্লাহর রহমতে আমি ভাল আছি,

চলেন আজকে আমাদের জীবনের অতি প্রয়োজনিয় বস্তু টাকার গুরুত্ত আর টাকা না থাকার চিন্তা,এই বিষয়ে কথা বলি,

টাকার গুরুত্ত যে কত? তা আলোচনা করে বুজানোর প্রয়োজন নেই,টাকার দরকার নেই এমন মানুষ খুজে পাওয়া ও দুশকর,

টাকা আয় করা দরকার,টাকা লাগবে,জে কোনো উপায়ে টাকা ইনকাম করা লাগবে,টাকা চাই,টাকা চাই,টাকা চাই,

এই একটা লক্ষ্যের পিছনে আমরা সবাই দোউড়াতেছি, অথচ এই টাকা দেয়ার মালিক যিনি তাকে আমরা নিশ্চিন্ত মনে ভুলে বসে আছি,

আমাদেরকে টাকা দিবেন বলে যিনি প্রতিশ্রুতি দিয়েছেন,জাহার  প্রতিশ্রুতি কখনো মিত্যা হতে পারে না,যিনি সব সময় অপেক্ষা করে বসে আছেন আমাদের টাকা দেয়ার জন্য,সঠিক নিয়মে তাহার কাছে চাইলে ই পাওয়া যায় টাকা, এবং যত খুশি তত,

সেই টাকার মালিক কে ভুলে এদিক সেদিক ছোটাছুটি করে কি ভাবে আমরা আমাদের টাকার চিন্তা দূর করতে পারি?

আশে পাশে ,বইয়ে,হুজুরের কথায়,ভিবিন্ন ফেসবুক ইউটিউবের ভিডিও তে,দেখে গেলাম,পড়ে গেলাম,শুনে গেলাম,কোরআন মজিদ হচ্ছে এক মাত্র নিরভুল গ্রন্থ,সকল সমস্যার সমাধান,আর ও কত কিছু,

সবার এই রকম প্রজেটিভ আলোচনা দেখে শুনে পড়ে বুজে মেনে নিলে ও নিজে কি কখনো পড়ে দেখে বুজার চেস্টা করেছেন?

করেন নি তো? যদি তা ই হয় তো আজ থেকে নিজে পড়া শুরু করে দিন,মনজোগী হোন,বুজে পড়ে তা আপনার জীবনে প্রয়োগে করেন।



টাকার অভাব তো থাকবে ই না।সেই সাথে টাকার চিন্তা ও থাকবে না।

টাকা দিয়ে আমাদের জীবনের সকল চাহিদা ই পুরন করা যায়, তাই আমি এই দিস্টি থেকে টাকা বুজাতে চাইছি, তবে আমি মনে করি টাকা দিয়ে জৈবিক চাহিদা পুরন হলে ও মনের খোরাক কিন্তু টাকা নয়, মনের দিক দিয়ে আপনি সুখি হবার জন্য আপনার সবার চেয়ে বেশি দরকার স্রষ্টার দয়া বা করুনা ।

এই রহমতের মধ্যে যে কত প্রশান্তি লোকায়িত তার ব্যাখা করে বুজাতে পারবো না।এই প্রশান্তি বলে নয় উপলদ্ধি করতে হয়,

আমার এই লেখা পড়ে যদি আপনা কোনো প্রশ্ন মনে জাগে তো করতে পারেন। চেস্টা করবো উত্তর খুজে দেয়ার,

ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন, কথা হবে আগামিতে অন্য কোনো লেখার মাধ্যমে। 

আমরা সবাই আল্লাহর আদেশ,নিশেধ, মানতে চাই কিন্তু সবাই আশে পাশে থেকে শুনা নিতি বাক্য আর মোটিভেশন সাথে আছে হুজুরদের মতানক্য, এই সবে বিভ্রান্ত, কার কথা শুনবো? কাহাকে বিসশাস করবো? উপায় আছে কি?

এই কথা গুলোর উত্তর জানতে আমার লিখা পরবর্তী কোনু কন্টেন্ট আসবে,

ইনশা আল্লাহা,

২টি মন্তব্য: