সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

রাষ্ট্র ব্যাবস্তা ও জনগন।

 সমাজ সংসার আর রাষ্ট্র সব কিছু ই এক সুতায় গাঁতা, সংসার ভালো হলে সমাজ আর সমাজ ভালো ত রাষ্ট্র ভালো,আপনি যে ঘরে বসবাস করেন সেই টা এই সমাজের অংশ,আর এই সমাজ ই হচ্ছে এই রাষ্ট্রের একটা অংশ,

এক কথায় প্রত্যেক টা জনগন ই রাস্ট্রের অংশ,কিন্তু আমাদের সবার অভিযোগ রাষ্ট্র ব্যাবস্তা ভালো না,কিন্তু রাষ্ট্রের প্রতি আমাদের যে একটা দায়িত্ব আছে তা আমরা যথাযথ পালন করছি না,শুধু অভিযোগ করতে থাকি আমাদের নিজের দিকে থাকা অভিযোগ গুলোকে আমলে নেই না,আর এই কারনে দেশের এই বেহাল অবস্তা।



দুর্নীতি ঘুষ সন্ত্রাস চাঁদাবাজি এই সকল অব্যাবস্তাপনা কে পশ্রয় দেই করি আমরা জনগন,জার প্রত্যেকেই এই দেশের একেকটা অংশ, 

সবাই মিলে যদি এই দেশ কে ভালবেসে অন্যায় না করে অন্যায় কে পশ্রয় না দিয় চলতে পারি তা হলে কত টা না সুন্দর হইতো আমাদের এই দেশ টা,

সবার জন্য এই দেশের প্রতি দায়িত্ব আছে,আমরা তা পালন না করে দেশের ব্যাবস্তাপনাকে দুশ দিতে পারি না,আমরা আমাদের দায়িত্ব পালন করলে আমাদের কে এই দেশ নিয়ে অভিজোগ ও থাকার কথা ও না,

নিচে আপনার কথাগুলোর ভাব বজায় রেখে একটি সংক্ষিপ্ত ও সুন্দর লেখনী দেওয়া হলো—


রাষ্ট্রের দায়, নাগরিকের দায়িত্ব

প্রত্যেকটি নাগরিকই রাষ্ট্রের অংশ। কিন্তু আজকাল প্রায় সবাই একবাক্যে বলে থাকি—"রাষ্ট্র ব্যবস্থা ভালো না, সবকিছু নষ্ট হয়ে গেছে।" কিন্তু প্রশ্ন হলো, আমরা যারা এ অভিযোগ করছি, তারা কি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি?

রাষ্ট্র কেবল সরকারের নাম নয়, রাষ্ট্র মানে আমরা সবাই। আমাদের কর, আমাদের আচরণ, আমাদের সচেতনতা—সবকিছু নিয়েই রাষ্ট্র গড়ে ওঠে। অথচ আমরা অধিকাংশ সময় শুধু অভিযোগ করেই ক্ষান্ত হই। রাস্তায় ময়লা ফেলি, নিয়ম ভাঙি, অন্যায় দেখেও চুপ থাকি, কিন্তু অভিযোগ করি—"দেশ ঠিক পথে নেই!"

আমরা যদি প্রতিদিন অন্তত নিজের দায়িত্বটা পালন করি—নিয়ম মেনে চলা, সচেতন থাকা, অন্যায়ের প্রতিবাদ করা—তাহলে রাষ্ট্র ব্যবস্থাও ধীরে ধীরে সঠিক পথে আসবে।

পরিবর্তন চাইলে আগে নিজেকে বদলাতে হবে। রাষ্ট্র শুধু সরকারের নয়, রাষ্ট্র আমাদের সবার।

অসমাপ্ত,"""""""""


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন