বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

অনুগত্য ইবাদত,

আমাদের ঈমান আনার প্রথম শর্ত আল্লহর অনুগত্য,আমরা প্রত্যেকে স্বাধীন, আর অনুগত্য থাকার মানে পরাধিন, যেহেতু আমরা  স্বাধীন ইমানদার তাই আমাদের কে অনুগত্য থাকার জন্য একটু না অনেক কঠিন ই বটে,

কারন স্বাধীন থাকা আমরা কেউ ই কারো গোলামী করতে পছন্দ করি না,শুধু তা ই নয় আমরা এই স্বাধীনতার জন্য লড়াই করে এই দেশ কে মুক্ত করছি,সবাই মিলে স্বাধীন ভাবে বসবাস করবো বলে, আর এই স্বাধীনতা আমাদের গৌরবের ,



আল্লাহ তো আমাদের সৃষ্টির শুরুতে ই আমাদের কে স্বাধীন করে দিয়েছেন,তার পরে বলেছেন যে তার অনুগত্য থাকতে,তিনি যদি তা না করে শুরুতে ই আমাদের কে ভিন্ন আঙ্গিকে সেট করে দিতেন তা হলে আমাদের জীবন ব্যাবস্তা কেমন হইতো?

তখন আমাদের সবার নিজের কোনো ইচ্ছে শক্তি থাকতো না,আমাদের ব্রেইন এমন ভাবে সেট করা থাকতো যাহাতে কোনো প্রকার আনন্দ বা কষ্ট কি তা উপভোগ করতে পারতাম না,শুধু মাত্র আল্লাহর ইবাদত পালন করতে হইতো,,

কিন্তু আল্লাহ তা না করে আমাদের উপভোগ করার স্বাধীন ভাবে চলাচলের ক্ষমতা দিয়ে পরে আমাদের একটা গাইড লাইন দিয়েছেন, যদি সেই গাইড লাইন মেনে আমরা চলতে পারি তবে ই সেই স্বাধীনতা কে উপভোগ্য করতে পারবো,

আর সে গাইড লাইন টা হচ্ছে মহা পবিত্র গ্রন্ত আল কুরআন।মহা পবিত্র গ্রন্ত আল কুরআন নিয়ে জীবনে আপনি আমি অনেক কথা ই শুনেছি,কিন্তু তা মেনে যে চলতে পেরেছে তিনি ই দুনিয়া আখেরাতের জন্য পুরোপুরি ভাবে সফল হতে পেরেছেন।আর সে গাইড লাইন গ্রন্তে ই উল্লেখ করা আছে কি ভাবে স্বাধীন ভাবে থাকার পরেও অনুগত্য থাকা যায়।

অসমাপ্ত""""""""



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন