শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

জীবনের অর্থ কি?

আমি/আমরা যে বেঁচে আছি,আমাদের এই বেঁচে থাকা,যা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই টা ই তো জীবন,কিন্তু এই জীবনের অর্থ কি? আপনি আমি সারাক্ষন কাজে ব্যাস্ত থাকি,আর এই ব্যাস্ততা থাকে আমাদের নিজের জীবনের উন্নতি করা,একটু ভালো খাবো আরেকটু ভালো পরবো,একটু উন্নত জীবন জাপন করবো,

তা হলে এই টা ই কি জীবন?যেহেতু আমাদের সমাজের বেশি সংখ্যক মানুষের লক্ষ্য একই তা হলে ধরে ই নেয়া যায় যে জীবনের অর্থ হইলো কাজ কাম করে টাকা রোজগার করে ভালো খাবার,কাপড়,বাড়ি,গাড়ি সংগ্রহ করে উন্নত ভাবে চলতে পারা টা ই জীবন,



তাহলে তো সবার জীবনের এক রকম হবার কথা ছিল,কারন লক্ষ্য যদি থাকে অটুট তবে সে তার মসনদে যাবে ই,কিন্তু তা ত হয়ে উঠেনা, আমরা যে ভাবে জীবনের মানে জানি তার নাম ই জীবন নয়,কারন উন্নত জীবনের সাথে যদি আপনার প্রশান্তি না থাকে তার নাম জীবন হতে পারেনা,

প্রশান্তি,ন্যায়পরায়নতা,প্রজ্ঞ্যা,সু চিন্তা যদি আপনার উন্নত জীবনের সাথে লেগে থাকে তো আপনার অই টা ই হলো অর্থবহ জীবন,

না হলে যে জীবন আমরা পার করে চলেছি তা জীবন নয়,তা অন্য প্রানির মতো সময় পার করছি, যে সময়ের প্রত্যেক টা মিলি সেকেন্ডের জন্য আমাদের কে জবাবদিহি করা লাগবে,

আমাদের শিখার কোনু শেষ নেই,আল্লাহর সৃষ্টির সেরা জীব হলাম আমরা মানুষ, আমাদের কে আল্লাহ যে কতটা শক্তি বুদ্ধি আর ক্ষমতা দিয়েছেন তা যদি আমরা জানতে পারতাম।

আমদের সেই শক্তি বুদ্ধি ক্ষমতার সঠিক প্রয়োগ করতে পারতাম তা হলে আমাদের কল্পনার মাজে বসবাস করা যে জীবন আমরা চাই তা সহজে ই ধরা যেত, আমাদের জা কিছু ভালো লাগে তা ই আমাদের কল্যানকর নয়,

অনেক অপছন্দ আছে তা কল্যানের আবার অনেক পছন্দসই আর প্রিয় জিনিস টা ও আমাদের জন্য অকল্যাণকর হতে পারে,  আমার জীবন থেকে নেয়া একটা গল্প শেয়ার করি, 

আমি যে ভাবে জীবন চালাচ্ছি তা আমার কাছে খুব সুখকর না হলে ও খুব যে বিরক্তির ছিল তা নয়, একটা সময় আমার মনের মতো কেউ একজনের আগমন ঘটে,  ঠিক আমি আমার কল্পনায় যে ভাবে জীবন উপভোগ করার কথা ভাবতাম, 

তার সাথে পরিচয় হবার পরে আমার জন্য এতটা ই আনন্দ আর উপভোগ্য বৈচিত্র্যময় চরিত্রের হয়ে উঠলো যে আমি আমার সাভাবিক চরিত্র কে হারালাম,......

আসুন সবাই একটু পড়ে চিন্তা করে বুদ্ধি কাজে লাগিয়ে তার ন্যায়সংগত ভাবে তা কাজে লাগাই তবে ই অর্থবহ প্রশান্তির জীবন উপভোগ করতে পারবো,

জীবনের অর্থ হয়তো আর ও বিশাল কিছু হবে,আমার ক্ষুদ্র জ্ঞ্যান থেকে সামান্য কিছু মতামত লিখছি, ভুল হলে ক্ষমা করে দেয়ার অনুরুধ রইলো,

অসমাপ্ত"""""""  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন