বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

সুখ আসলে কি?

সুখ আসলে কি? প্রশ্ন টা সবার মনে থাকলে ও উত্তর কি জানি?কিন্তু সবাই তো সুখের পিছনে ই দৌড়াইতেছি,আমরা সবাই সুখি হতে চাই,যেহেতু সবাই সুখের সন্দ্যানে ব্যাস্ত তা হলে অবশ্য ই আমাদের কে সুখ আসলে কি তার উত্তর জানা টা ও জরুরী,

কিন্তু সুখের সংজ্ঞা কি? সুখ বলতে আমরা কি বুজি?সবার মুখে ই শুনি যে  সুখি নই,আর সেই সুখে না থাকার কারন বিস্তর,

কিন্তু আমরা কি জানি যে সুখের জন্য খুব বেশি কিছু দরকার হয় না,আল্লাহ কখনো বলেন নি আমি তোমাদের কে দুনিয়ায় সুখি হবার জন্য পাঠিয়েছি, আল্লাহর থেকে আমাদের জন্য প্রেরিত শেষ গ্রন্ত আল কুরআনের মধ্যে সকল সমস্যার কথা থাকলে ও একটি বারের জন্য সুখি হবার কথার কোনু বিবরন নেই,

আমার কথায় বিশসাস না হলে পড়ে দেখেন,পাইলে জানাবেন আমি আমার কথা শুধরে নিব, আল্লাহ বলেছেন বারে বারে সন্তুস্টির কথা,



সুখের জন্য সব থেকে সহজ উপায় হইলো সন্তুস্টি,আর সেই সন্তুস্টির জন্য আমাদের প্রতমত যে কাজ করা লাগবে তা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা,আমরা আমাদের জায়গা থেকে সবাই অকৃতজ্ঞ,

কথা টা একটু কঠিন হইলে ও দ্রুব সত্য,আমরা যদি আমাদের নিজ নিজ অবস্তান থেকে শুধু মাত্র কৃতজ্ঞ হতাম তা হলে আমরা সবাই সুখি ই থাকতাম,

সন্তুষ্টি ও কৃতজ্ঞতায় সুখের পথ

সুখের সন্ধানে আমরা প্রতিনিয়ত ছুটে চলি। কখনো ধন-সম্পদ, কখনো খ্যাতি, আবার কখনো মানুষের ভালোবাসা খুঁজি—ভেবে নিই এগুলোর মধ্যেই সুখ লুকিয়ে আছে। কিন্তু বাস্তবতা হলো, সুখ কোনো বাহ্যিক জিনিসে লুকিয়ে নেই, সুখ লুকিয়ে আছে সন্তুষ্টিতে। আর সেই সন্তুষ্টির মূল চাবিকাঠি হলো—আল্লাহর প্রতি কৃতজ্ঞতা

আজকের সমাজে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় প্রতারক। আমাদের যা আছে, তা নিয়ে কখনোই সন্তুষ্ট নই। হাজারো নিয়ামত পেয়েও কেবল অবশিষ্টের দিকে তাকিয়ে অভিযোগ করি, আফসোস করি, তুলনা করি। অথচ, আল্লাহ আমাদের যে নেয়ামতগুলো দিয়েছেন—স্বাস্থ্য, বুদ্ধি, সময়, নিরাপদ আশ্রয়, পরিবার—এসবের প্রতিটি অনন্য মূল্যবান।

আমরা যদি চোখ বন্ধ করে একটু ভাবি, তাহলে দেখব, অন্য কেউ আমাদের মতো সুযোগসুবিধা পেলে হয়তো অনেক বেশি কৃতজ্ঞ থাকত। অথচ আমরা প্রায়ই হতাশ, বিরক্ত, হতভম্ব হয়ে থাকি। মূল কারণ, আমাদের মাঝে কৃতজ্ঞতা নেই।

কৃতজ্ঞতা আনে হৃদয়ে প্রশান্তি। যখন আমরা স্বীকার করি যে যা কিছু পেয়েছি তা আল্লাহর দয়া, তখনই অন্তরে তৃপ্তি আসে। তখন ক্ষোভ ও হিংসা বিদায় নেয়, পরিতৃপ্তি ও শান্তি বসবাস করে।

আল্লাহ তাআলা কোরআনে বলেন:
"যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি কঠিন।" — (সুরা ইবরাহিম: ৭)

অতএব, সুখের জন্য সবচেয়ে সহজ ও কার্যকর পথ হলো—সন্তুষ্ট থাকা। আর সন্তুষ্টির শুরুটা হতে হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থেকে। যখন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলব—“আলহামদুলিল্লাহ, আমি জীবিত, সুস্থ, নিরাপদ”, তখন দিনটা শুরু হবে প্রশান্তি ও প্রেরণার সাথে।

চাই সুখ?
তাহলে চাওয়ার আগে যা পেয়েছি তা নিয়ে কৃতজ্ঞ হই।
চাওয়ার আগেই দিনগুলো সুন্দর হয়ে উঠবে।

শেষ কথা:
অকৃতজ্ঞতা মানুষকে অসুখী করে, আর কৃতজ্ঞতা মানুষকে সন্তুষ্ট করে তোলে। আর সন্তুষ্ট মানুষই প্রকৃত সুখী মানুষ।

আরেকটু ঘুছিয়ে লিখার জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি,আল্লাহ সহায় থাকলে পরে এক সময় বিস্তারিত ঘুছিয়ে লিখতে চেস্টা করবো ইনশা আল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন