আমাদের চার পাশে জা কিছু ঘটে তা পরবর্তীতে ভিবিন্ন মানুষের লেখার বলার মাধ্যমে প্রকাশ করা হয়, তা ই হচ্ছে ইতিহাস, আমাদের পূর্বভর্তি ঘটে যাওয়া ঘটনা গুলো আজ আমরা ইতিহাস এর পাতায় দেখতে পাই,কিন্তু বর্তমান সমাজ ব্যাবস্তা আর মানুষের বিশ্বাস যোগ্যতা দেখে মনে প্রশ্ন জাগে আমরা যে ইতিহাস পড়ছি তা কি সত্য? যদিও আমার এই চিন্তা সবার কাছে নিতান্তই দুর্বল মনে হবে, তার পর ও লিখছি,আপনি আপনার বিবেকের সাথে মিলিয়ে নিয়েন,
বিজ্ঞান প্রযুক্তি আর উন্নত ব্যাবস্তার কল্যাণে অনেক না জানা তত্য আজ আমরা জানতে পেরেছি,আবার ইতিহাসের পাতায় বর্ণনা করা অনেক কিছু ই আজ ও অমিমাংশিত,,
আল্লাহ পাক রাব্বুল আলামীনের বর্ণনায় অনেক ঘটনা উল্লেখ আছে মহা গ্রন্থ আল কুরআন এর মধ্যে, যদিও আল্লাহ আমাদের কে সেই বর্ণনার কোনো ফিনিশিং দেন নি ,
তবে অনেক আলেম উলামা আর ঐতিহাসিক সেই ঘটনা গুলো কে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছেন,, কিন্তু তা বিসশাস যোগ্যতা পাইলেও আমার মতে আল্লাহ যেহেতু বলেন নি তা হলে তা আমাদের জানার কোনো প্রয়োজন ছিলো বলে মনে করি না,
আমাদের প্রত্যেকের নিজস্বতা বিবেক বুদ্ধি আছে,আর আমাদের সবার চিন্তা শক্তি ও আলাদা, আমদের নিজের থেকে চিন্তা ভাবনা কাজে লাগাতে ভাবতে বলা হয়েছে,
শুধু মাত্র পড়তে না ঘুরতে বলা হয়েছে,, আমরা যতটা দুনিয়া ঘুরে দেখতে পারবো আমাদের জ্ঞ্যানের পরিধি ও ততটা বাড়বে,
আর আল্লাহ যেটুকু বলেছেন ঠিক ততটা ই ভেবে তার উপর প্রতিস্টিত থাকতে বলেছেন, তার বাহিরে নয়,
আর ব্যাখা বা ইতিহাস থেকে সত্যি টা জানার চেস্টা করার থেকে আল্লাহ প্রদত্ত বুদ্ধির প্রয়োগ করে নিজেকে শুধরালে আপনি ই হবেন সবার সেরা,,যেই কথা বলে শুরু করছিলাম,যে ইতিহাস কে আমরা বিশ্বাস করবো কি ভাবে,কারন রাজনিতি ক্ষমতা আর আর স্বার্থের জালে জড়িয়ে ইতিহাস ব্যাবহার করা হয়েছে বার বার,
আর তার জন্য সঠিক ইতিহাস আজ প্রায় বিলুপ্তির পথে,
আগামী দিন গুলো কি অপেক্ষা করছে আমাদের জন্য? তা কেউ জানি না, তবে সত্য কে জানার জন্য আপনাকে শুধু ইতিহাস কে নিয়ে পড়ে থাকা চলবেনা,আপনাকে ইতিহাসের আলাদা ভারসন কালেক্ট করে তা পড়ে আবার বিজ্ঞান প্রযুক্তি আর নিজের বুদ্ধিমত্তা আল্লাহর বানি সব কিছুর আলোকে বিশ্লেসন করার ক্ষমতা থাকলে তবে ই বুজতে সক্ষম হবেন কোন টা আসল সত্য,
ফেসবুক ইউটিউব আর অল্প কিছু বই পত্রিকা পড়ে নিজেকে জ্ঞ্যানি ভাবা থেকে বেরিয়ে আসি,জানার বুজার মাধ্যমে সত্যতা যাচাই করি,তার পরে অন্যকে বলি,তবে ই আমরা সত্য ইতিহাস জানতে পারবো।
অসমাপ্ত""""""
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন