ধনি ,গরীব,সবার সপ্ন একই রকম,তার উদাহরন অনেক, যেমন আমাদের চার পাশে সবাই ছুটে চলি কাজ করে অন্যের পকেট থেকে নিজের পকেটে টাকা আনবো বলে,আমরা যত ই নিতি কথা বলিনা কেন প্রত্যেকের কথার বা কাজের আড়ালে উদ্দেশ্য এক টা ই,
আমাদের সবার টাকা দরকার সম্পদ দরকার,কিন্তু সেই লক্ষ্যে যেতে পারবো কি না তা অনিশ্চিত থাকার পর ও প্রানপন ছুঠে চলেছি,টাকা আর সম্পদের নাগাল আমাকে পেতেই হবে একটা ই উদ্দেশ্য,কিন্তু এই টাকা আর সম্পদের সাথে আর একটা প্রয়োজনিয় বস্তু সুখ বা প্রশান্তি দরকার তার খুজে ছুটেছি কয়জন?
টাকা পয়সা সম্পদ দিয়ে অনেকে পরিপূর্ণ হতে পারলে ও সুখ নামক বস্তু টি সহ ফুল প্যাকেজে পরিপূর্ণ হয়েছি কয় জন?
তাই আমার মতে আমাদের সবার সপ্ন একই হলে ও লক্ষ্য স্তির নেই বলে ফুল প্যাকেজে পরিপূর্ণ হতে না পারা টা আমাদের সবাইকে ই পুঁড়ায়,
যেমন টা আমাদের সপ্ন হওয়া উচিৎ, টাকা পয়সা সম্পদের সাথে প্রশান্তি,আর সেই সপ্নের বাস্তবায়নের পথে ছুঠে চলা,
টাকা পয়সা সম্পদের সাথে প্রশান্তি বা সুখ সহ ফুল প্যাকেজের জীবন উপভোগ করার জন্য আমাদের কে কি করতে হবে?এই প্রশ্ন আমাদের সবার মনে,আমি ও তার বাহিরে নই,তার জন্য সময় সুজুগ পাইলে ই এই বিষয়ের উপর লেখা বা বক্তব্য পড়ি এবং শুনি,
বই,ব্লগ,বক্তব্য,জা কিছু ই পড়া বা শুনা হোক হয়তো এখন ও সব টা শেষ করে উঠতে পারি নাই, আর সব যে শেষ করে আমার লক্ষ্যে ছুঠে চলবো তা ও এই অল্প জীবনের দারা সম্ভব হবে বলে মনে হয় না,
তাহলে কি করবো? কিছু একটা তো করতে ই হবে ,টাকা পয়সা সম্পদ আর সুখ সংগ্রহের কি কোনো সটকাট আছে? যদি থাকে তা হলে কি সেই ?
আধুনিক এই যুগে তো অনেক কিছুর সটকাট বের হয়েছে,তাহলে এই সপ্ন পুরনের সটকাট কি পাবো না?চারদিকে দেখি অনেক মোটিভেশনাল স্পিকার,নানা রঙের বক্তব্য,আর ও আছে টাকা উপারজনের নানান ধরনের শটকাট কোর্স,
আশা করলাম যে আমি যা খুজছি তার ও শটকাট পেয়ে যেতে পারি, চেস্টা করে চলেছি,আপনাদের কাছে ও অনুরুধ,জদি কারো কাছে সপ্ন পুরনের শটকাট থাকে আমাকে জানাবেন,এই কিছুদিনের মধ্যে জা কিছু পড়ে শুনে জানতে পেরেছি তার ব্যাখা করলে যা দাঁড়ায় তা আমার ক্ষুদ্র জ্ঞ্যানের আলোকে আলোচনা করি আপনারা তা পড়ে ট্রাই করে দেখতে পারেন আপনার জীবনে,
আপনি যদি রিলিয়াজানে বিশ্বাসি হোন তা হলে প্রথমে আপনাকে আপনার ধর্ম গ্রন্ত কে মনজোগ দিয়ে পড়ে নিতে হবে, তার পরে সেই খানের লেখা আদেশ নিশেধ গুলো কে আপনার বিবেক বুদ্ধির আলোকে বিশ্লেশন করে তা প্রয়োগের চেস্টা করতে হবে,
যদি ও তা সহজ বা শটকাটে হবে না তবু ও বলছি যে এর থেকে শটকাট আর কোনু উপায় নেই হতে পারেনা,তা হলে আমরা যদি রিলিজিয়ানের মধ্যেই জীবন কে চালাই তা হলে ই সমাধান পেয়ে যাবো কি?
উত্তর টা হবে না,এর সাথে একটা কথা যোগ করেছি তা হলো ধর্ম গ্রন্ত মনোযোগের সাথে পড়ে তার সাথে আমাদের বিবেক বুদ্ধি যোগ করে তা আমাদের জীবনে প্রয়োগ করতে, আর এই কথার সারমর্ম যে কি হতে পারে তা আশা করি বুজতে পেরেছেন,
যদি বুজতে অসুবিধা হয় তা হলে আরেকবার পড়ে দেখতে পারেন,আপনি আমি জত বার পড়বো দেখবেন নতুন কিছু শিখা হচ্ছে,আর সেই শিক্ষা থেকে ই আপনার আমার ফুল প্যাকেজ সপ্নের বাস্তবায়নের লক্ষ্যে যাওয়া সম্ভব বলে মনে করি,
তাহলে আমার প্রতি আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি আপনার পড়া থেকে কি পাইলেন তা বলে দিলে ই তো পারেন,আমরা তা পড়ে আমাদের জীবনের সাথে মিলিয়ে চলার চেস্টা করি,
হ্যাঁ আমি বলবো কিন্তু আমার বলা কথা গুলো আপনার ধর্ম গ্রন্তের সাথে মিলালে ও বিবেক বুদ্ধির সাথে সাঙ্গগরসিক হতে পারে,
তাই নিজে পড়ার পরে চেস্টা করলে উপকারিতা পাবার সম্ভাবনা প্রবল,
অসমাপ্ত"""""""
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন