বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

স্যোসাল মিডিয়া আর আমি,

 ফেসবুক,ইউটিউব,টিকটক,ইনস্টাগ্রাম,ওয়াটসেপ ,ইমো, এই গুলো ছাড়া আর ও অনেক মাধ্যম রয়েছে স্যোসাল নেটওয়ার্কের ,সব গুলো জানি না বলে হয়তো চালাতে ও পারি নাই, কিন্তু উপরে উল্লেখিত সব কিছুতে ই আমার একাউন্ট আছে্‌, আমার কখনো ইন্টারনেটের জন্য ও সমস্যা হয় নি,আর এই কারনে বিগত দিন গুলোতে তা কত যে বিচরন করেছি তা লিখে প্রকাশ করতে পারবো কি না জানিনা।

এইবার এর থেকে কি পেলাম আর কি হারালাম তা হিসাব মিলাতে গিয়ে আমি সত্যি ই অবাক হয়েছি, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা মানুষের স্টাটাস পড়েছি,রিল ভিডিও দেখেছি,শট ভিডিও লং ভিডিও দেখেছি, আবার কখনো লাইক কখনো কমেন্ট বা শেয়ার করেছি, মাজে মধ্যে হয়তো নিজের মনের ২/১ টা কথা স্টাটাস দিয়ে ব্যাক্ত করেছি, তবে লেখা আর দেখার থেকে পড়া আর শুনা টা ই বেশি করেছি,



এখন যে ছেড়ে দিয়েছি তা নয় তবে ছাড়ার জন্য মনের সাথে রিতিমত যুদ্ধ করতেছি, ছাড়তে পারছি না আর পারবো কি না তা ও জানা নাই,

কিন্তু ছাড়ার চেস্টা কেন করছি জানেন? আমার মন বলে আমার মতো আপনি ছাড়তে চাইছেন কিন্তু পারছেন না, আর কেন যে পারছি না বা পারছেন না তা ও উপলব্ধি করতে আমরা কেউ ই পারছি না, তবে ছাড়া যে দরকার তা অনুমান করছি, 

বরতমানে আমাদের চারপাশে একই ধরনের সমস্যা নিয়ে আমাদের বসবাস,এর থেকে  মুক্তি পাবার পথ খোলা নেই, আমরা বন্দী হয়ে আছি এই কঠিন জালের মধ্যে, 

কি ভাবে মুক্তি পাইতে পারি এই কঠিন জালের ভেতর থেকে? তা খোজার চেষ্টা করছি আমি, আপনি করছেন কি?

সারাদিন সোস্যাল নেটওয়ার্ক ছাড়ার উপায় আমি সোস্যাল নেটওয়ার্ক দিয়ে ই খুঁজে বেড়াচ্ছি, আর ঠিক তখন ই মাথায় আসলো যাহাকে ছাড়বো ভেবে চেস্টায় লিপ্ত তার কাছেই জিজ্ঞেস করছি তুমাকে ছাড়া যাবে কি করে,

আর সেই জন্য ই আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যে ছাড়ার উপায় আমি আর সোস্যাল নেটওয়ার্ক খুঁজে দেখবো না,তার চেয়ে যে ভাবে সোস্যাল নেটওয়ার্ক আমি এতদিন চালাচ্ছিলাম তার মধ্যে কিছু ভিন্নতা আনবো,

প্রথম অবস্তায় সেই অভ্যাস গড়ে তোলা আমার জন্য যদিও কঠিন মনে হচ্ছে তার পরে ও আমাকে সেই কঠিন কাজ টা ই করা লাগবে,......... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন