বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

ইমান/বিশ্বাস

বিশ্বাস আমাদের জীবনের সব থেকে গুরুত্ত পূর্ণ বস্তু তা আশা করি সবার কাছে অনুমেয়, একবার যদি কেউ তার থেকে দূরে চলে যাই তো আমাদের ধংশ অনিবার্য ,তার কিছু দিস্টান্ত তুলে ধরি, বিশ্বাস আমাদের শক্তি যোগায় আর অবিশ্বাস আমাদের কে দুর্বল করে দেয়, বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে গুনিজন দের নানান কথা বলা আর লেখা আছে, তাদের এই চমৎকার কথা গুলো থেকে কিছু তুলে ধরছি
মনে করুন দশ ইঞ্চি একটা কাড/তক্তা বিছিয়ে তার উপর দিয়ে আপনাকে হেটে বিশ ফুট দুরুত্ত কেউ পার হতে বললে আপনি পার হতে পারবেন অনায়াশে,কিন্তু যদি বলা হয় সেই কাড টা ২টা দশ তালা বিল্ডিং এর ছাদের উপরে রেখে আপনি পার হবেন তাহলে কি পারবেন?
আপনি কাডের প্রসস্তা দুরুত্ত সব এক থাকার পরে ও পারবো না, কিন্তু এই না পারার কারন কি জানেন? তা হলো আমাদের বিশ্বাস,
আমরা মানুষ প্রত্যেকে ই অসাধারন,আমাদের প্রত্যেক কে দিয়ে অনেক অসাধারন কিছু করা সম্ভব,জদি আমাদের মনের মাজে বিশ্বাস থাকে তো, আমরা যদি কাউকে অনুকরন না করে নিজের সেরাটা কে বের করে এনে তা প্রয়োগ করতে পারি তা হলে আমাদের সবাই কে দিয়ে ই এই দেশ সমাজের কল্যানে অসাধারন কিছু পরিবর্তন করাতে সক্ষম,
আজ পরজন্ত যে এই দুনিয়া জুড়ে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায় তা কি দিয়ে হয়েছে? অবশ্য ই তা মানুষ করেছে, আর আপনি আমি ও তো মানুষ ,তাদের দিয়ে হলে আমাদের দিয়ে হবে না কেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন