এক টা কাজ করার জন্য আপনি আমি কাজের বিনিময়ে বেনিফিট আশা করি, আর বেনিফিট থাকলে তবে ই কাজ করি, চাকরি করি বেতন পাবো, বেতন নেই বাজার করবো,বাজার করি রান্না হবে,রান্না হয় খাবো বলে,এই ভাবে একটার পরে আরেক টা লেগে ই আছে,আর মরার আগ পরজন্ত লেগে থাকবে এই বিনিময় আর বেনিফিটের খেলা, থামবে একটা সময় , আর তা হবে শেষ বিদায় মানে মিত্যু ,
আমি কখনো মনের গভীর থেকে চিন্তা করে দেখি না কাজের বিনিময়ে পাই আর জীবন চালাই, আপনি কি দেখেন? বলছি চিন্তা করে দেখেন ? বলছি কাজ বিনিময় আর বেনিফিট এর খেলা,
আমি আপনি না দেখলে ও অনেকে দেখে খুজে ভাবে আর হয়তো পেয়ে যায় জীবনের মানে কি? কিন্তু তা সবাইকে শেয়ার করে না, আর করলেও তা ঘুছিয়ে উপস্তাপন করে না, যে কারনে আমরা ঠিক বুজতে পারিনা জীবনের আসল মানে কি?
জীবনের মানে খুঁজে পাওয়া টা আমাদের সবার জন্য ই জরুরি, আমাদের প্রত্যেকের জীবনের বিনিময়ে নিজের এবং দেশের জন্য অল্প হলেও কল্যানকর কিছু রেখে যাওয়া, বলতে পারেন আমার ত নিজের ই চলেনা আমি রাখবো কই থেকে?
তা ছাড়া যাদের আছে তারা তো রেখে যাচ্ছে দেশ ও সমাজের জন্য অনেক কিছু আর তা ভোগ করছি আমরা না রাখতে পারার দল, আমার মনে প্রশ্ন জাগে যেখানে আমি কিছু রেখে যাচ্ছি না সেখান থেকে আমার ভোগ করাটা উচিৎ হচ্ছে কি?
কেমন জটিল মনে হচ্ছে না এই কথা গুলো? হওয়া টা ও সাভাবিক, কারন আমি যা লিখছি তার চেয়ে বেশি আমার মনের মধ্যে রয়ে গেছে, ঘুছিয়ে লেখার ভাসা খুজছি, পেয়ে গেলে তা লিখে ফেলব আশা করছি তা খুব শিগ্রই পাবো,'''''''''''''''''''''''
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন