সোমবার, ৪ মার্চ, ২০২৪

কি হতে পারতাম?

 আমি এখন কি অবস্তায় আছি? আর কি হতে পারতাম? তা ই হচ্ছে আমার ভাবনা, আমি একটা সময় খুব ভালো মনে রাখতে পারতাম সব কিছু, কেউ কিছু বললে বা কোনো কাজ করতে দেখলে খুব অল্পতেই বুঝতে পারতাম, কিন্তু এখন কেন হচ্ছে না?  

এই গুলো ভেবে আমার জন্য খুব খারাপ লাগা শুরু হয়, তাই কোনো কাজে মন বসে না,নিজের প্রতি খুব রাগ হয়, মনে প্রশ্ন জাগে, এই সক্ষমতা টা আমি কি ভাবে হারিয়ে ফেলেছি? আর কি আমি ফিরে পাবোনা আমার সেই গুণ গুলো? 

চেস্টা করতে শুরু করছি,,আল্লাহ ভরসা, দেখা জাক কপালে কি আছে, কিন্তু আমার এই ভাল মনে রাখতে পারা বুজে নিতে পারা হারিয়ে গেল কি ভাবে? 

চিন্তা করতে থাকি, আগে কি করতাম, এখন কি করছি, আর মাজের সময় টা কি হয়েছিল, যেহেতু জীবন টা আমার আর তার জন্য ই প্রচেষ্টা আশা করি সমাধান খুঁজে পাবো,  যদি আল্লাহ সহায় হোন তো, 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন