আরবি মাসের নবম মাসের নাম হচ্ছে রমজান। এই মাসের গুরুত্ব ফজিলত আর কিছু কথা।পবিত্র এই মাস নিয়ে লক্ষাধিক বক্তব্য আলোচনা বইয়ের পাতা আর ইন্টারনেট জুড়ে ই আছে।নতুন করে হয়তো আমার এই লেখা একেবারে ই গুরুত্বহিন।যদি কেউ পড়তে ভালো বাসেন তো পুরো পুরি শেষ করে দেখতে পারেন। আর অনর্থক মনে হলে এড়িয়ে ও যেতে পারেন।
রিলিজিয়াস ব্যাপার টা একান্ত আপনার অনুভূতির। এই কাজে কাউকে বুজিয়ে বলতে পারবেন না। যদিও আমাদের চারপাশে ধরম/করম নিয়ে মোটিভেট করতে থাকা আলেম উলামা ছাড়া ও অনেক জনকে ই পাবেন। কিন্তু তা থেকে আপনি ধরমের প্রতি আক্রিস্ট হবেন না যতক্ষণ না আপনার অন্তরে নাড়া না দিবে।
রমজান মাসে দিনের বেলা না খেয়ে থাকতে বলা হয়েছে না তার সাথে আরও কিছু আছে?উত্তর অবশ্য ই শুধু না খেয়ে থাকতে বলা হয় নাই সাথে আর ও কিছু আছে।এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল কুরআন কে মনজোগের সাথে বুজে পড়া। আর এই কাজ করে যদি আপনার রমজান পার করে দিতে পারেন তা হলে আপনি সফল।
কুরআন কেন মনজোগ দিয়ে বুজে পড়বেন? প্রথমে ই বলে নেই যে বরতমানে আমাদের কাছে একটা মাত্র নিরভুল আর দরকারী বস্তু আছে আর তা হচ্ছে পবিত্র কুরআন মজিদ। এই কুরআন কে যদি নিজের গাইডেন্স করে নিতে পারেন ত আপনি সফল।
সবার কাছে এতদিন শুনে আসছেন যে যদি কোনো সমস্যা আর বিপদ আপদ আপনার চারপাশে আকড়ে ধরে তাহলে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেই তবে আপনি সে বিপদ থেকে উদ্ধার হতে পারেন। তবে তা হতে হবে বিশ্বাসের সাথে। আর সেই বিশ্বাসের নমুনা পাইতে হলে আপনি কোরআন কে অনুসরণ করতে হবে। তা করতে হলে আপনাকে কোরআন পড়তে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন