১: মফিজ তার বউয়ের সাথে গল্প করছিলো সে ও মফিজের কথা মনজোগ দিয়ে শুনছিলো, মফিজ তার বউয়ের কাছে হাসতে হাসতে বলে যে আমি কত বোকা তুমি কি জান? বউ বলে কেন কি হয়েছে? তখন মফিজ বলে যে আজ সকালে জখন কারেন্ট চলে গেছিলো তখন আমি আমার মোবাইলের ফ্লাশ লাইট জালাইয়া মোবাইল খুজছিলাম। মফিজের বউ তার কথা শুনে জিজ্ঞেস করে পরে কি মোবাইল পাইছিলেন?
২:বাসায় কারেন্ট নেই দেখে রবিন বিদ্যুৎ অফিসে ফোন করে জিজ্ঞেস করে যে লোডশেডিং হচ্ছে না আপনারা মজা করে বন্দ করছেন? তখন বিদ্যুৎ অফিসের থেকে বলা হয় যে মশাই আমরা মজা করতে যাবো কেন? লোডশেডিং হচ্ছে। রবিন তখন বলে তা হলে ঠিক আছে। আমি মজা করা মোটেই পছন্দ করি না।
৩:বউয়ের সাথে ঝগড়া করে রুমের দরজা বন্ধ করে বসে আছে শরিফ। দরজার বাহির থেকে শরিফের বউ ডাকছে শরিফ কে,ও গো শুনছো দরজা খোল দেখ আমি বলছি যে এখন থেকে তুমি জা বলবে তা ই হবে। আমার কথা তুমার শুনতে হবে না। তখনই শরিফ দরজা খুলে বেরিয়ে আসে আর বলে যে ঠিক আছে তা হলে আমি আগে রান্না করতে গেলাম পরে কাপড় ধোয়া শেষ করে নিজে ও গোসল টা করে নিব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন