গত কয়েক দিন ধরে শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা বক্তব্য আর সে বক্তব্যের প্রতিবাদে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি হুজুরের আলটিমেটাম মামলা করার হুমকি তার পক্ষে নিজুম মজুমদারের একাত্ততা প্রকাশ আর শায়েখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে ও ভিবিন্ন আলেম উলামাদের কথা বলা। আর আমার মতো ইসলাম সম্পর্কে অল্প বুজা কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট কমেন্ট নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক খুব ই গরম। নবুওয়াতের শুরু কবে থেকে এই প্রশ্নের উত্তর কি আমাদের মিত্যুর পরে কবর হাশর বা কিয়ামতের মাঠের কোথাও জিজ্ঞেশ করা হবে?
নবিজি চল্লিশ বছর বয়সের আগে কি ধর্ম পালন করতেন তা জানা ও আমাদের জন্য খুব জরুরি কিছু না। কুরআন হাদিসের আলোচনায় আল্লাহ ও তার রাসুলের অনুশরন করার কথা বলা ছাড়া নবিজির রিসালাতের সময় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কোনু আদেশ নিশেধের কথা আছে বলে আমার জানা নেই। আর এই সামান্য বিষয় কে নিয়ে আমাদের এই জগড়া বিবাদের জন্য যে পাপ সংগ্রহ করছি তার ভাগ ও এই দুই শায়েখের কেউ ই নিবেন না।
নামাজ ৫ ওয়াক্ত। ফরজ রোজা ১ মাস ( রমজান )।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন