আপনি কোথাও রাস্তার পাশে একটি দোকান দিলেন। ব্যাস্ততম রাস্তার পাশে। অনেক লোকজন এবং গাড়ি চলাচল করে রাস্তায়। আপনার দোকানে হালাল ব্যাবসা ই করছেন। কাস্টমার এর সাথে ও খুবই ভালো ব্যাবহার করেন। আপনার ব্যাবসায়ীক সম্পর্কে কখনো কারো সাথে অন্যায় কিছু করেন নি। সব কিছু ভালো থাকার পরে ও যদি আপনার দোকানের সামনে দাড়িয়ে কেউ দুর্ঘটনার শিকার হয়ে থাকে তা হলে সেই দায়বার আপনার হতে পারে।
আপনি হয়তো ভাবছেন বা বলবেন যে দুর্ঘটনার জন্য তো সে লোকের অসাবধানতা দায়ি এখানে আমার দোষ কি ভাবে?তার উত্তর টা বিবেক দিয়ে দিতে গেলে আপনি যদি রাস্থার পাশে ঝুঁকিপূর্ণ স্থানে দোকান না করতেন তাহলে সে অখানে যেত না।আর দুরঘটনা ও ঘটতো না। তাই সে দুর্ঘটনার দায় আপনার।
দায়িত্বহীনতা: সমাজের অদৃশ্য বিষ
সমাজে বসবাস করা মানেই শুধু নিজের জন্য বাঁচা নয়, বরং আশেপাশের মানুষের জন্যও কিছু দায়িত্ব নিয়ে চলা। কারণ, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ—চাই সে বড় হোক বা ছোট—পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্যের ওপর প্রভাব ফেলে। আর এই বিষয়টি বোঝার অভাব থেকেই জন্ম নেয় দায়িত্বহীনতা।
আজকাল আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ দেখা যায়, যেখানে কেউ নিজের দায়িত্ব এড়িয়ে চলে, আর তার খেসারত দিতে হয় অন্য কাউকে। রাস্তার ফুটপাত দখল করে রাখা হোক, খোলা ম্যানহোলের ঢাকনা না দেওয়া, কিংবা ট্রাফিক সিগন্যাল না মেনে যাতায়াত — এসব ছোট ছোট অবহেলাই বড় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আর যে দুর্ঘটনা ঘটে, তার দায় গিয়ে পড়ে সেই অবহেলাকারীর ঘাড়েই।
এমনকি সামাজিক বা পারিবারিক ক্ষেত্রেও এই চিত্র দেখা যায়। কোনো দায়িত্বপূর্ণ ব্যক্তির অবহেলার জন্য পরিবার ভেঙে যায়, সমাজে অশান্তি তৈরি হয়। অথচ, একটু সচেতন হলেই এসব এড়ানো যেত।
দায়িত্ববোধ শুধু নিজের কাজটা ঠিকভাবে করা নয়, বরং আশপাশের পরিস্থিতির প্রতিও খেয়াল রাখা। মনে রাখতে হবে, আমার অবহেলা হয়তো কারো জীবনে চিরস্থায়ী দাগ ফেলে দিতে পারে। আর সেই ক্ষতির দায় এড়ানোর সুযোগ নেই। কারণ, সমাজ একটা সাঁড়াশি বন্ধনের মতো, এখানে একের ভুলের প্রভাব পড়ে সবার ওপর।
তাই আমাদের প্রত্যেকের উচিত দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা। নিজের কাজ নিজে করা, নিয়ম মেনে চলা এবং অন্যকে সচেতন করা। তাহলেই গড়ে উঠবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং মানবিক সমাজ।
দায়িত্ব এড়ানোর নাম নয় জীবন। দায়িত্ব পালনের মাঝেই লুকিয়ে আছে শান্তি আর সত্যিকারের সামাজিকতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন