আপনার আমার কাছে একটি ঘরের প্রয়োজনীয় জিনিস গুলো কি? তার উত্তরে অবশ্য ই বলবেন খুটি দেয়াল দরজা এবং জানালা।তার পরে অন্য আসবাবপত্র তাই নয় কি? জীবনে মৌলিক প্রয়োজন এবং বাড়াবাড়ির ফাঁদ জীবন চলার পথে আমাদের কিছু মৌলিক প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনগুলো পূরণ না হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। সাধারণত খাবার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা — এই পাঁচটিকে মৌলিক প্রয়োজন বলা হয়ে থাকে। এগুলো আমাদের জীবন টিকিয়ে রাখে, সুস্থ রাখে এবং সমাজে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দেয়। যখন এই মৌলিক বিষয়গুলো মিটে যায়, তখন মানুষ নানা অতিরিক্ত ইচ্ছা-আকাঙ্ক্ষার পেছনে ছুটতে শুরু করে। ভালো থাকা আর বিলাসিতার মধ্যে যে একটা সীমারেখা আছে, তা অনেকেই ভুলে যায়। অতি বাড়াবাড়ি করা কখনো কারো জন্য ভালো কিছু বয়ে আনে না। বরং এতে অশান্তি বাড়ে, প্রতিযোগিতা বাড়ে, এবং মনের ভেতরে অপূর্ণতার যন্ত্রণা বাসা বাঁধে। বুদ্ধিমানের কাজ হলো, মৌলিক প্রয়োজনগুলো মিটে গেলে জীবনের অতিরিক্ত ছোটখাটো চাহিদাগুলো নিয়ে অতি চিন্তা না করা। নিজের সাধ্যের মধ্যে থেকে সুখী থাকা এবং পরিমিতিতে অভ্যস্ত হওয়া। কারণ সুখ আসলে বড় কিছু পাওয়ার মধ্যে নয়, বরং ছোট্ট ...